কলকাতা: দক্ষিণবঙ্গের ওপর ঘনীভূত ঘূর্ণাবর্ত। সেই সঙ্গে অতি সক্রিয় মৌসুমি বায়ু। যার জেরে বিকেলেই সন্ধে নামল শহরে। আকাশ কালো করে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বিকেল থেকে বজ্র-বদ্যুৎসহ ভারী বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টি হবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। প্রবল বৃষ্টির জেরে ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় জমতে শুরু করেছে জল। প্রভাব পড়েছে যান চলাচলে। তীব্র যানজট সাদার্ন অ্যাভিনিউ, যাদবপুর, পার্ক সার্কাস এলাকায়। জলমগ্ন ঠনঠনিয়া, মুক্তারামবাবু স্ট্রিট, ঢাকুরিয়া, বালিগঞ্জ, সাদার্ন অ্যাভিনিউ সহ শহরের বিস্তীর্ণ এলাকা।