হাওড়া: হাওড়া ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার প্রবণতা রুখতে বাড়ানো হচ্ছে ব্রিজের রেলিংয়ের উচ্চতা। ‘গেটওয়ে অফ কলকাতা’র ৪ ফুটের রেলিংয়ের উচ্চতা বাড়িয়ে করা হচ্ছে ৭ ফুটেরও বেশি!
কয়েক মাস আগে ভরদুপুরে হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে এক মহিলা আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। লঞ্চের কর্মীদের তৎপরতায় তিনি প্রাণে রক্ষা পান। নৌ বাহিনীর জওয়ানরা দু’জনকে উদ্ধার করলেও শিশুটিকে বাঁচানো যায়নি।
হাওড়া ব্রিজের রেলিং টপকে, গঙ্গায় ঝাঁপ দেওয়া আটকাতে, কী করা যায়, তা নিয়ে আলোচনায় বসে কলকাতা পুলিশ ও কলকাতা পোর্ট ট্রাস্ট। সেখানেই সেতুতে উঁচু রেলিং দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। পোর্ট ট্রাস্টের সিনিয়র পাবলিক রিলেশন অফিসার সঞ্জয় মুখোপাধ্যায় জানিয়েছেন, এই কাজে ব্যয় হচ্ছে ৩৬ লক্ষ টাকা। ৩ মাসের মধ্যে রেলিং উঁচু করার কাজ সম্পূর্ণ হবে। পথচলতি বহু মানুষ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।