কলকাতা: সরকারি জমিতে রমরমিয়ে চলছে বেআইনি নির্মাণ। শুক্রবারই খবর পৌঁছেছিল হিডকোর কাছে। হিডকোর আধিকারিকরা এসে কাজ বন্ধের অনুরোধও করেন। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। শনিবার থেকে ফের শুরু হয় নির্মাণ। তখনই বাধে বিপত্তি।
অভিযোগ, হিডকোর আধিকারিকদের বেধড়ক মারধর করা হয়। তাঁদের আটকেও রাখা হয় বলে অভিযোগ। হিডকোর দাবি, কোনও সরকারি নথি না থাকা সত্বেও বেআইনি ভাবে চলছিল নির্মাণ।
অভিযোগ পেয়ে তদন্তে নামে নিউটাউন থানার পুলিশ। গতকাল রাতেই গ্রেফতার করা হয় ৩ জনকে। ধৃতদের মধ্যে ছিলেন নিমতার বাসিন্দা রমেশচন্দ্র দে। নিউটাউনের বাসিন্দা কায়ুম আলি মণ্ডল এবং রুস্তম মণ্ডল। এই দু’জন জমির দালালির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সরকারি কর্মীকে কাজে বাধা, হেনস্থা, জোর করে আটকে রাখা, নির্দেশ অমান্য-সহ নানা ধারায় মামলা রুজু হয়েছে।
পরে যদিও জামিন পেয়ে যান অভিযুক্ত রমেশচন্দ্র দে। বাকি দু’জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ সূত্রে খবর, একটি কোঅপারেটিভ সোসাইটির নাম করে হিডকোর জমিতে বেআইনিভাবে আবাসন নির্মাণের কাজ চলছিল।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গোটা ঘটনায় দালাল চক্রের হাত থাকতে পারে। আবাসনের নাম করে কারও কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু, সরকারি জমিতে এভাবে প্রকাশ্যে বেআইনি নির্মাণের সাহস হয় কীভাবে? নেপথ্যে বড়সড় কারও মদত রয়েছে? উত্তর খুঁজছে পুলিশ।