কলকাতা: নারদকাণ্ডে পুলিশি তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির স্পষ্ট অভিমত, এই মামলার সমান্তরাল তদন্ত প্রক্রিয়া চলতে পারে না।
বিচারপতি তাঁর রায় জানিয়েছেন, পরবর্তী শুনানির দিন পর্যন্ত স্থগিতাদেশ জারি থাকবে। মঞ্জুলা চেল্লুরের নির্দেশ, ফরেন্সিক রিপোর্টের কিছু পজিটিভ ও কিছু নেগেটিভ দিক আছে। তিনি চান, মামলার সঙ্গে যুক্ত সবপক্ষ এই রিপোর্ট পড়ুক। তার পরিপ্রেক্ষিতে কারও কোনও বক্তব্য থাকলে, তা হলফানামা আকারে আদালতে পেশ করুক তাঁরা। এভাবে কোনও সমান্তরাল তদন্ত চলতে পারে না। বিচারপতি চান না প্রশাসন এই মামলায় কোনও পদক্ষেপ করুক। প্রধান বিচারপতির নির্দেশ, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই মামলার পুলিশি তদন্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি থাকুক। সেই সময় পর্যন্ত পুলিশ কোনও তদন্ত করবে না। পরবর্তী শুনানি ১৯ অগাস্ট।
নারদকাণ্ডে পুলিশি তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Aug 2016 10:43 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -