কলকাতা: জমি নিয়ে আইনি-জটিলতার জেরে গত ৫ বছর ধরে পাটুলি মৌজায় থমকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ। এই পরিস্থিতিতে বন্ধ হয়ে থাকা নির্মীয়মাণ মেট্রো প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার জন্য আদালতের সবুজ সঙ্কেত পেল মেট্রো রেল!

সোমবার মামলার শুনানিতে, বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, জনগনের স্বার্থে এই ধরনের কাজ হয়। এতে মানুষের সুবিধা হয়। এতে বাধা দেওয়া জনবিরোধী কাজ, এটা অনুচিত।

পাটুলি মৌজায় অবিলম্বে প্রকল্পের কাজ শুরু করার জন্য, মেট্রো রেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।

নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের জন্য ২০১১ সালে পাটুলি মৌজায় প্রায় ২১ কাঠা জমি অধিগ্রহণ করে মেট্রো রেল কর্তৃপক্ষ। কিন্তু অধিগৃহীত জমির মালিকানা দাবি করে নিম্ন আদালতে মামলা করে স্থানীয় একটি সংগঠন।

প্রকল্প চালু করতে কয়েক মাস আগে হাইকোর্টে যায় মেট্রো কর্তৃপক্ষ। এদিন সওয়াল করতে গিয়ে মেট্রো রেলের আইনজীবী বলেন, প্রকল্পের কাজ থেমে যাওয়ায় বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। প্রকল্পের খরচ বেড়ে যাচ্ছে। কবে কাজ শেষ হবে, তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। প্রকল্প চালু করতে হাইকোর্ট হস্তক্ষেপ করুক।

মেট্রো রেলের এই আবেদনেই এদিন সাড়া দিল হাইকোর্ট। স্থানীয় যে সংগঠনটি নিম্ন আদালতে মামলা করেছিল, তাদের উদ্দেশে বিচারপতির নির্দেশ, প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে মেট্রো রেলকে সবরকমভাবে সহযোগিতা করতে হবে। ৪ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে হাইকোর্টে হলফনামা জমা দিতে হবে।