কলকাতা: চৈত্রের শেষেই গ্রীষ্মের দহন। শহরের তাপমাত্রা ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা ঊর্ধবমুখী থাকায় অস্বস্তি চরমে উঠেছে শহরবাসীর। বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর তাপপ্রবাহের পূর্বাভাস জারি করেছে।

 

এদিকে, রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপপ্রবাহ শুরু হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪১ থেকে ৪৩ ডিগ্রির মধ্যে।  তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে মুর্শিদাবাদ, কলকাতা, দুই ২৪ পরগনা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।