শহরে এল প্রায় সাড়ে ৩ কেজির ইলিশ, পাইকারি বাজারে কত দামে বিকোচ্ছে রুপোলি শস্য জেনে নিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jul 2018 09:00 AM (IST)
কলকাতা: শহরে এল প্রায় সাড়ে ৩ কেজির ইলিশ। ওড়িশা উপকূলের পারাদ্বীপে মত্স্যজীবীদের জালে ধরা পড়েছে এই ইলিশ। শুক্রবার সকালেই পাতিপুকুর মাছ বাজারে ইলিশ দেখতে ভিড় জমে যায়। একসঙ্গে বিশাল ওজনের ৬টি ইলিশ বাজারে এসেছে। পাইকারি বাজারে তিন কেজি ওজনের ইলিশের দাম উঠেছে তিন হাজারে। খোলা বাজারে এই ইলিশই প্রায় সাড়ে চার হাজারে বিকোবে বলে আশা বিক্রেতাদের। এছাড়াও, মত্স্যজীবীদের জালে ধরা পড়েছে দু’ থেকে আড়াই কেজি ওজনের আরও একঝাঁক ইলিশ।