মেষ
অসম্পূর্ণ কাজের জন্য সময় ব্যয় করতে হবে। ভ্রমণের জন্য প্রচুর খরচ ও মনের আনন্দ বৃদ্ধি। কোন কাজের জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে হতে পারে। গুরুজনের জন্য মানসিক চাপ বৃদ্ধি।
বৃষ
আজ শত্রুর জন্য আপনার চিন্তা বৃদ্ধি, প্রেমের জন্য প্রচুর চাপ বাড়তে পারে। সঙ্গীত নিয়ে যারা চর্চা করেন তাঁদের সাফল্য খুব ভাল। ব্যবসার জন্য ভাল সময়।
মিথুন
প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে। মনের ইচ্ছাপূরণ হওয়ার জন্য মনে আনন্দ বৃদ্ধি। অভিনেতাদের জন্য খুব ভাল সুযোগ মিলতে পারে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে।
কর্কট
কোন লোকের প্রতি বিরোধী মনভাব বাড়তে পারে। খেলাধুলায় জয় লাভ। কর্মচারী নিয়ে কোন সমস্যা, রাস্তা ঘাটে খুব সাবধানে চলাফেরা করা দরকার। চাকুরীর জন্য সুযোগ।
সিংহ
ব্যবসার জন্য নতুন সাফল্য। বাড়ির জন্য কোন চিন্তা বৃদ্ধি। স্ত্রীয়ের জন্য মানসিক চাপ বাড়বে। অপরের কাছে আজ অবহেলার পাত্র হতে পারেন। বাড়তি আয়।
কন্যা
শিক্ষার জন্য কোন সাফল্য বৃদ্ধি হবে। সামাজিকা কাজের জন্য আপনার চাপ বাড়তে পারে। উত্তেজনার কারণে বিপদ আসতে পারে। ব্যবসায় বাড়তি আয়।
তুলা
আজ আপনার ব্যয় বাড়তে পারে। অতিরিক্ত রাগের কারণে বিপদ আসতে পারে। মহিলার কারণে কোন প্রকার বিবাদ। ব্যবসার কোন কারণে শত্রু বৃদ্ধি, অন্যের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি।
বৃশ্চিক
রক্ত পাতের জন্য একটু সাবধানে চলাফেরা করা দরকার । সারসদিন ব্যস্ততা জন্য শরীরে ক্লান্তি আসতে পারে, কর্ম স্থানে উন্নতির জন্য মনে আনন্দ বাড়তে পারে। শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি।
ধনু
ভুল কাজ করবার জন্য মনে অনুতাপ হতে পারে। প্রেমের ব্যাপারে বিরহ-যন্ত্রনা বৃদ্ধি, অপরের কারণে ক্ষতি হতে পারে। ব্যবসায় ভাল ফল পাবেন না। প্রিয়জনের কাছ থেকে যন্ত্রনা
মকর
অপরের কাছে করুণার পাত্র হবার জন্য মনে কষ্ট । চাকুরীর স্থানে কঠিন কাজ করবার জন্য সুনাম বৃদ্ধি। অর্থ ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। স্ত্রীয়ের ব্যাপারে চিন্তা। শরীরের কোন কষ্ট বাড়তে পারে।
কুম্ভ
কাজের প্রতি আজ ঘৃনা আসতে পারে। পড়াশোনার জন্য ভয় ভাব। কর্মস্থানে কোন মহিলার জন্য অশান্তি। গবেষণার কাজে সাফল্য লাভ। গান বাজনায় মনের আনন্দ বৃদ্ধি।
মীন
গুরুদেবের কাছে থাকার জন্য মনের শান্তি। অলসতার জন্য কোন কাজের ক্ষতি। আপনার ব্যবহারে অপরের মনে কষ্ট। স্বামী-স্ত্রীয়ের কোন বিষয়ে আলোচনা। ব্যবসার দিকে অপর কোন ব্যক্তির সাহায্য লাভ। জ্যোতিষ শ্রী জয়দেব ।