মেষ

কর্মস্থলে আজ অশান্তি বাধতে পারে। হঠকারিতার জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে। বাড়িতে অপর কোনও ব্যক্তিকে নিয়ে বিবাদ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আজ ভাল নয়।



বৃষ

ব্যবসার কারণে ঋণ গ্রহণ করতে হতে পারে। শরীরের কোনও অঙ্গে আঘাত লাগবার সম্ভবনা। পড়াশোনার জন্য ভাল সুযোগ মিলতে পারে। খেলাধুলার জন্য সুনাম বাড়তে পারে। রক্তচাপ বৃদ্ধি।




মিথুন

অর্থব্যয় হতে পারে। সংসারে প্রচুর খরচ হওয়ার জন্য বিবাদ। অপেক্ষা করুন ভাল খবর আসছে। ব্যবসার জন্য কোনও চাপ বাড়তে পারে। পিতার জন্য কোনও চিন্তা বৃদ্ধি।




কর্কট

মাথায় কোনও বাজে চিন্তা আসতে পারে। প্রেমের জন্য সুখের খবর আসতে পারে। কোনও আশা পূরণ হতে পারে। সম্পত্তি নিয়ে কোনও খরচ বাড়তে পারে। পেটের সমস্যা বৃদ্ধি।




সিংহ

মনে অবসাদ আসতে পারে। বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি। স্ত্রীর কোনও আবদার পূরণ। ব্যবসার ক্ষেত্রে আশা পূরণ হবে না। দূরে ভ্রমণ বন্ধ রাখা ভাল।




কন্যা

কোনও কঠিন সমস্যার সমাধান হতে পারে আজ। ভোগ বিলাসের জন্য খরচ বৃদ্ধি। ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য উচ্চব্যক্তির কাছে অপমান। ব্যবসার জন্য ভাল সময়। বাতের যন্ত্রণা বাড়তে পারে।




তুলা

সংসারে ভুল বোঝাবুঝি হওয়ার জন্য বিবাদ। কোনও কাজের জন্য নিজের গর্ববোধ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে কষ্ট পাবেন। কাঠের ব্যবসায় লাভ বাড়তে পারে।




বৃশ্চিক

গুণীজনের সঙ্গ লাভ হতে পারে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন। সংসারে সুখের খবর মিলতে পারে। অপরের উপকার করতে গিয়ে কোনও ক্ষতি। কাছে কোনও ভ্রমণ হতে পারে।




ধনু

অতিরিক্ত রাগের জন্য কোন বিপদ হতে পারে। পেটের যন্ত্রণা বৃদ্ধি পাওয়ার জন্য কাজের ক্ষতি। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি। রাস্তায় কোন নতুন বন্ধু হতে পারে। সংসারে খরচ বৃদ্ধি।




মকর

ব্যবসার জন্য অর্থ সঞ্চয়। কাজের ইচ্ছা আজ কম থাকবে। প্রতিযোগিতাতে জয় লাভ হতে পারে। চিকিত্সায় জন্য খরচ বাড়তে পারে। অপরকে উপহার দেওয়ার জন্য খরচ বাড়তে পারে।




কুম্ভ

বিবাহের যোগাযোগ আসতে পারে। অপমানিত হতে পারেন। অকারণে বদনাম। প্রেমের ব্যপারে খারাপ খবর। গুরুজনের সঙ্গে মতের অমিল।




মীন

ভাল কাজের জন্য সুনাম বৃদ্ধি। মনের মত কোনও বস্তু আজ পাওনা হতে পারে। কর্ম স্থানে বিবাদ। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি। সন্তানের কাজের যোগাযোগ। ব্যবসার দিকে ভাল খবর। জ্যোতিষ শ্রী জয়দেব ।