মেষ
কাজের প্রতি একটু অনিহা আসতে পারে । প্রেমের ব্যপারে উন্মাদনা বৃদ্ধি । চাকুরীর দিকে উন্নতি আসতে পারে । বাড়তি কোনও ব্যবসায় আয় বৃদ্ধি । পিতার সঙ্গে কোনও বিবাদ ।
বৃষ
ব্যবসায় মন্দার জন্য অর্থ চাপ আসতে পারে । স্ত্রীর সঙ্গে কোনও বিবাদের কারনে মানসিক আঘাত । মাথার যন্ত্রনাতে কষ্ট বৃদ্ধি। ডাক্তারের জন্য খরচ বাড়তে পারে।
মিথুন
প্রিয় জনের কথার কারনে মনে দুঃখ আসতে পারে । বিপদে বন্ধুদের কাছে পাবে না । রাস্তাঘাট একটু সাবধানে চলাফেরা করুন । ব্যবসার ব্যপারে ভাল খবর পাবেন না ।
কর্কট
আজ ব্যয়ের পরিমাণ বাড়তে পারে । তবে যেকোন কারনে অর্থ আসতে পারে । ফাটকা কোনও লাভ হওয়ার যোগ । বাড়িতে কোনও অতিথির জন্য চাপ । পড়াশুনার জন্য কোনও ভাল ব্যবস্থা ।
সিংহ
গবেষণার জন্য সাফল্য মিলতে পারে । বিবাহ জীবন সুখের হবে, ব্যবসায় কোনও অশান্তি আসতে পারে । কোনও ভ্রমণের আলোচনা আজ নষ্ট হতে পারে ।
কন্যা
কোনও মহিলার/পুরুষের প্রতি আসক্তি বৃদ্ধি । তবে খুব সাবধান মানহানির সম্ভাবনা । চাকুরীর দিকে ভাল কিছু ঘটতে পারে । গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি । চোখের কোনও সমস্যা ।
তুলা
তুলা – কোনও কারনের জন্য আজ নিজের মাথা নত হতে পারে । দুদিকে টানের মত সমস্যা আসতে পারে আজ । অর্থ ক্ষতির যোগ । প্রেমের অশান্তি বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে ।
বৃশ্চিক
অতিরিক্ত লোভের কারনে বিপদ আসতে পারে । বাড়িতে চুরি থেকে সাবধান থাকুন নতুন কোনও বন্ধুর সাথে আলাপ, আপনার মধুর কথার জন্য সুনাম পেতে পারেন ।
ধনু
একটু বুঝে খরচ করুন । পিতা মাতার জন্য ভাল কিছু ব্যবস্থা । স্ত্রীর সঙ্গে কোনও কারনে অনুরাগের হতে পারে । আইনি কাজের জন্য আজ ভাল দিন । পায়ের কোনও আঘাত ।
মকর
পেটের কোনও সমস্যা বাড়তে পারে । কোনও ভাল কাজের জন্য সুনাম বৃদ্ধি, স্ত্রীর জন্য খরচ বাড়তে পারে । কাজের ব্যপারে কোনও বিভ্রাট । বন্ধুদের সঙ্গে আনন্দ বৃদ্ধি ।
কুম্ভ
শত্রুর কারনে কোনও চাপ বৃদ্ধি । মানসিক উদ্বেগ বাড়তে পারে । ব্যবসার দিকে কোনও সমস্যা দূরের কোনও বন্ধুর খবর আজ বাড়িতে আসতে পারে । মাথার কোনও দিকে যন্ত্রনা ।
মীন
মীন – অতিরিক্ত কাজের জন্য শরীরে দুর্বল ভাব আসতে পারে । বাড়িতে কোনও কারনে অশান্তি বাড়তে পারে । প্রেমের ব্যপারে আনন্দ বৃদ্ধি । বাড়িতে কোনও অতিথি আসতে পারে । জ্যোতিষ শ্রী জয়দেব