মেষ

আজ নতুন কোন বন্ধুর জন্য মনে আনন্দ হতে পারে। ব্যবসার দিকে কোনও কারণে প্রচুর ব্যয় হতে পারে। চাকরিতে ভাগ্য উদয়ের সূচনা।



বৃষ

গুরুজনের কারণে কোন পদ থেকে মুক্তি লাভ। বাড়িতে অধিক ব্যয়। চোখ, কান, গলার কষ্ট বাড়তে পারে। পিতার সঙ্গে কোন বিবাদ।




মিথুন

পাওনা আদায়ের জন্য কিছু সময় নষ্ট। ব্যবসায় আয় ভাল থাকবে, কর্মস্থানে কোন সমস্যার সমাধান হতে পারে, বাড়িতে অতিথি আসতে পারে। ব্যবহারের দিকে কোনও ত্রুটি।




কর্কট

কোনও কারণে আজ মানসিক আঘাত লাগতে পারে। প্রেমের ব্যাপারে কোন চিন্তা বৃদ্ধি। আগুন থেকে একটু সাবধান থাকুন। অসৎ লোকের থেকে সাবধান থাকুন।




সিংহ

কোন কাজের জন্য ভুল স্বীকার করতে হতে পারে। বাড়তি কোনও ব্যবসার জন্য উৎসাহ বাড়তে পারে। উঁচু থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। খরচ বৃদ্ধি।




কন্যা

ধর্ম নিয়ে আলোচনা। ব্যবসার দিকে কোন শুভ পরিবর্তন। কোন মহিলার জন্য আজ বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে উচ্চব্যক্তির কাছে অপমান।




তুলা

অপরের জন্য কিছু করতে গিয়ে বিপদ বাড়তে পারে। শরীরের ব্যাপারে কোন কষ্ট। খরচ বৃদ্ধি। পিতা মাতার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি।




বৃশ্চিক

স্ত্রীর উৎসাহের জন্য কোনও ভাল কাজে জয় লাভ। ভ্রুমণ ব্যাপারে মনে আনন্দ বৃদ্ধি। আপনার কোন কাজের জন্য আজ প্রতিবেশীর কাছে সুনাম। বাড়তি কোন আয় করতে না যাওয়াই ভাল।




ধনু

আজ কোন গুরুজন ব্যক্তির কাছে উপদেশ পেতে পারেন। দুপুরের পরে কোন অশান্তি থেকে সাবধান, আইনি কোন কাজের ব্যাপারে শুভ পরিবর্তন। একটু অভাব আসতে পারে।




মকর

কোনও কুটিলতার কারণে আজ বিবাদ। অপরের কোন উপকার করতে গিয়ে অর্থ নষ্ট হতে পারে। নতুন কোন কাজের সূচনা হতে পারে। গঠন মূলক কাজের উন্নতি।




কুম্ভ

কোনও চেষ্টার সাফল্য আসতে পারে। বন্ধুর সঙ্গে বেশি তর্ক না করা ভাল হবে বিচ্ছেদ হতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি। প্রণয়ে আসক্তি বৃদ্ধি। অপর ব্যক্তির কারণে স্ত্রীয়ের সঙ্গে বিবাদ।




মীন

কোন ভাল কাজের জন্য অপেক্ষা করুন। কাজে আনন্দ বাড়তে পারে। পিতার কারণে চিন্তা বাড়তে পারে। ব্যবহারের ত্রুটি থাকার জন্য উচ্চব্যক্তির কাছে নিচু হতে হবে। জ্যোতিষ শ্রী জয়দেব