মেষ

আজ অনিচ্ছা সত্ত্বেও অনুতাপের কাজ করতে হতে পারে । অন্য দিনের তুলনায় আজ সংসারে বেশি খরচ হতে পারে । প্রতিবেশীর দ্বারা কোনও উপকার পেতে পারেন । ন্যায্য পাওনা আদায় ।



বৃষ

আজ সারা দিন শত্রুর সঙ্গে আপোষ করে চলুন লাভবান হবেন । মায়ের নির্দেশ মতো কাজ না করায় অশান্তি । শিশুদের পড়াশোনার জন্য সময়টা শুভ। ভ্রমনের আশা রাখতে পারেন ।




মিথুন

সকাল থেকে কোনও জটিল সমস্যার ভিতর পরতে হতে পারে । শরীর নিয়ে একটু চিন্তার বাড়তে পারে । আপনার ভাল কাজে প্রতিবেশীরা হিংসা করবে । স্ত্রীর সঙ্গে দূরে ভ্রমন হতে পারে ।




কর্কট

সকাল থেকে শারীরিক কোনও যন্ত্রনা বাড়তে পারে । কোনও উচ্চব্যক্তির জন্য সমস্যার সমাধান হতে পারে । আজ ভ্রমনে কোনও বিপদ আসতে পারে । কলা বিদ্যায় সাফল্য লাভের সংকেত ।




সিংহ

আজ সন্তানদের ভবিষ্যতের জন্য কিছু করার ভাবনে চিন্তা করতে পারেন । কাউকে যেচে উপকার করবেন না । নানা দিক থেকে কর্মে ব্যাঘাত আসতে পারে । জলপথে ভ্রমন ত্যাগ করুন ।




কন্যা

আজ আপনার বুদ্ধি দ্বারা কাউকে উপকার করতে হতে পারে । অলসতার জন্য অশান্তি বাধতে পারে । অন্যের খরচে ভ্রমন হওয়ার সুযোগ আসতে পারে । পেটের ব্যাথায় ভোগান্তি ।




তুলা

আজ অভিজ্ঞ কোনও ব্যক্তির কথা আপনার খুব কাজে লাগবে । বিরোধী মনোভাবের মানুষদের সঙ্গ এড়িয়ে চলুন । সংসারে সব জিনিস খুঁটিয়ে দেখতে যাবেন না অশান্তি হতে পারে ।




বৃশ্চিক

আজ কোনও কারনে খরচ বাড়তে পারে । সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি । গুরুজনের সঙ্গে কোনও বাজে ব্যবহারের জন্য মন খারাপ । ব্যবসার দিকে ভাল খবর আসতে পারে । পেটের সমস্যা।




ধনু

অতিরিক্ত পরিশ্রমের জন্য খুব ভাল মূল্য পাবেন না, কোনও কাজের ক্ষতির খবর আসতে পারে । ব্যবসার দিকে কোনও শত্রুর কারনে ক্ষতি । প্রেমের জন্য আনন্দ বৃদ্ধি । স্বাস্থ্যহানির যোগ ।




মকর

আজ অন্যের জন্য ভাল কাজ করেও সুনাম পাবেন না । বাড়িতে কোনও ভাল খবর আসতে পারে । উচ্চব্যক্তির সঙ্গে কোনও কারনে বিবাদ । গান বাজনার দিকে ভাল কোনও সুযোগ আসতে পারে ।




কুম্ভ

নানা দিক থেকে কর্মের যোগ যেমন থাকবে আবার বাধাও থাকবে । পিতার সঙ্গে মতান্তর বাধতে পারে । দরকারি ব্যাপারে কাজ তাড়াতাড়ি মেটান । শুভ কোনও পরিবর্তন আপনার জীবনে ঘটতে পারে ।




মীন

আজ বিদ্যার্থীদের মনে কোনও কিছুর জন্য খুব ভয় কাজ করবে । বাড়িতে অর্থ আগমনের সঙ্গে সঙ্গে অর্থ ব্যয় সমানভাবে হতে পারে । গুরুজনের পরামর্শে ভাল কাজ হবে । মানুষের সেবায় মনে শান্তি । জ্যোতিষ শ্রী জয়দেব