মেষ

আজ সারা দিন কর্ম ক্ষেত্রে খুব ব্যস্ততার মধ্যে কাটাতে হবে । নীতিবাচক কথা বলার জন্য অপদস্ত হতে হবে । আপনার স্বপ্ন আজ দুশ্চিন্তার কারন হতে পারে । সন্তানদের কোনও কারনে খবর আসতে পারে ।



বৃষ

আজ কর্ম স্থানে আপনাকে করুনার পাত্র হতে হবে । দিনের মধ্য ভাগে প্রয়োজনীয় কাজ মিটিয়ে নেওয়াই ভাল । আজ কোনও সুখবর পেতে পারেন । আপনার মধুর ব্যবহার সংসারে শান্তি নিয়ে আসবে ।




মিথুন

আজ সারা দিন সব কাজ খুব ভেবে করবেন আপনার জন্য কেউ দুঃখ পেতে পারে । সকালে কর্মে একটু বাঁধা থাকলেও পরে কেটে যাবে । ভ্রমনের সুযোগ হাত ছাড়া হতে পারে ।প্রেমে জটিলতা ।




কর্কট

কোনও বিষয়ে চিন্তিত থাকায় অশোভন আচরন করে ফেলতে পারেন । আজ কর্মে আপনার অভিজ্ঞতা দেখানোর সুযোগ পাবেন । সংসারে জটিলতা আসাতে পারে । কারোর বিপক্ষে যাবেন না ।




সিংহ

আজ আপনার উন্নতির প্রচেষ্টা আপনাকে এগিয়ে নিয়ে যাবে । কেনা বেচার জন্য সময়টা ভাল নয় । ছোট কারোর কাছ থেকে অপমান হতে পারেন । বিদ্যার্থীদের জন্য শুভ সময় ।




কন্যা

আজ যে কোনও কাজে আপনি পরিবারকে সঙ্গে পাবেন । আজ পাওনা অর্থ পাওয়ার সংকেত আছে । পুরনো সহকর্মীর সাথে আবার দেখা হতে পারে । আজ কাউকে কোনও কথা দেওয়া ভুল হবে ।




তুলা

আজ প্রতিবাদী মনোভাব ছেড়ে দেওয়াই ভাল হবে । হঠাৎ করে অকারনে মামলায় জড়িয়ে পরতে পারেন । কর্ম ক্ষেত্রে জটিলতা থাকলে সেটা মিটে যাবে । সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে ।




বৃশ্চিক

অতিরিক্ত রসিকতাই আপনার ঝামেলার কারন হতে পারে । আজ বন্ধুর ওপর ভরসা করতে পারেন ফল ভাল হবে । বিশেষ কোনও কাজের ঝুঁকি নেবেন না । প্রেমে তৃতীয় কেউ এসে যেতে পারে ।




ধনু

আজ এমন কিছু খবর পাবেন যা আপনার মানসিক উত্তেজনা বাড়িয়ে দেবে । বহু পুরনো কোনও ইচ্ছা পূরণ হতে পারে । গুরুত্বপূর্ণ কোনও কাজে স্ত্রীকে সঙ্গে নিন । সন্তানের উপর বিশ্বাস রাখুন ।




মকর

আজ অতিরিক্ত অপমানের ফলে রক্তচাপ বাড়তে পারে । এক ঘেয়েমি কাটাতে ভ্রমনের পরিকল্পনা করতে পারেন । সহকর্মীদের সাথে ঐক্যতা বজায় রাখুন । বেশি খরচে সংসারে অশান্তি ।




কুম্ভ

মনে কোনও কারনে আজ অবসাদ আসতে পারে । ফটকা ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে । রক্ত পাতের যোগ আছে একটু সাবধান । কর্ম স্থানে একটু ঝামেলা বাঁধতে পারে ।




মীন

আজ পুরনো কোনও রোগের উপশম হতে পারে । আয় বৃদ্ধি পাবার জন্য মনে আনন্দ বৃদ্ধি । পুরনো কোনও পাওনা পেতে পারেন । বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে । কাউকে উপকার করে মনে আনন্দ। জ্যোতিষ শ্রী জয়দেব