মেষ পুরাতন মনোভাবের জন্য বাড়িতে বিবাদ । নিজের প্রতিভার প্রকাশ করতে পারেবেন । ব্যবসার দিকে খুব ভাল সুযোগ পেতে পারেন । নিজের শরীর নিয়ে চাপ বাড়তে পারে । বৃষ গান বাজনার দিকে আগ্রহ বাড়তে পারে । বাড়িতে খুব ভাল কোনও সংবাদ আসতে পারে । ব্যবসার দিকে কোনও একটি ব্যয়ের পরিমাণ বাড়তে পারে । চোখের কোনও সমস্যা । মিথুন ভোগবিলাসের জন্য খরচ বাড়তে পারে । শত্রুর সাথে কোনও প্রকার আপসের আলচনা । আজ বাহিরে কোনও ভাল বন্ধুর সাথে পরিচয় হতে পারে । পিতার শরীর নিয়ে কোনও চিন্তা । কর্কট অপরের কোনও উপকার করে সুনাম পেতে পারেন । ডাক্তারের খরচ বাড়তে পারে । স্ত্রীর জন্য মানসিক চিন্তা বাড়তে পারে । প্রতিবেশীর সঙ্গে কোনও অশান্তি হওয়ার সম্ভাবনা । সিংহ কোনও বিপদে বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন । কর্মস্থানে সাফল্য লাভ, শরীরের কোনও অঙ্গে যন্ত্রনা । সন্তানের কোনও কাজের জন্য চিন্তা বাড়তে পারে । শেয়ারে চাপ বৃদ্ধি । কন্যা আজ কোনও অজথা কারনে সাকাল দিকে অর্থ ব্যয় বৃদ্ধি । চাকুরীর স্থানে কোনও কাজের সুনাম বাড়তে পারে । প্রেমের জন্য কষ্ট এবং কাজের দিকে ক্ষতি । তুলা আজ পরিবারের কোনও চিন্তা বাড়তে পারে । সংযম না থাকার জন্য বিপদ বৃদ্ধি । বিবাহ জীবনে সুখের খবর আসতে পারে । ব্যবসার দিকে কোনও চিন্তা বাড়তে পারে । বৃশ্চিক আত্মীয়ের সঙ্গে কোনও বিবাদের জন্য সারাদিন মনে কষ্ট । ভাল কাজ করেও সুনাম পেতে দেরি । ব্যবসার দিকে সাফল্য । মাতার সঙ্গে কোনও স্থানে ভ্রমন । স্ত্রী নিয়ে কোনও চিন্তা । ধনু আজ কোনও ভুলের মাসুল দিতে হতে পারে । ব্যবসার দিকে ভাল খবর ও সঞ্চয়ের চিন্তা বাড়তে পারে । বাড়িতে কোনও কাজের দিকে বাধা পড়তে পারে, অধিক ব্যয় বৃদ্ধি । মকর কোনও উপহার লাভ হতে পারে । ব্যবসার দিকে ভাল সংবাদ । প্রেমে বাধা আসার জন্য চিন্তা । নিজের বুদ্ধির জোরে কোনও সমস্যার সমাধান । পেটের কোনও কষ্ট বৃদ্ধি । কুম্ভ পিতার শরীরের ব্যপারে চিন্তা বাড়তে পারে । উচ্চব্যক্তির কাছ থেকে ভাল উপদেশ লাভ । কোনও মহিলার জন্য মনে ক্লেশ । ব্যবসার দিকে মহাজনের সঙ্গে বিবাদ, অজানা কারনে ব্যয় । মীন মাদক দব্য থেকে সাবধান থাকুন । সপরিবারে ভ্রমনের জন্য মনে আনন্দ বৃদ্ধি । কোনও পাওনা আজ আদায় হতে পারে । পেটের কোনও পুরানো রোগ বাড়তে পারে । জ্যোতিষ শ্রী জয়দেব