আপনার আজকের রাশিফল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jul 2017 08:21 AM (IST)
মেষ আজ ব্যবসায় কোনও বন্ধুর সহায়তা পেতে পারেন । কোনও কারনে স্ত্রী আপনাকে ভুল বুঝতে পারে। খেলাধুলায় এগিয়ে যান । যে কোনও সম্পত্তি রক্ষনাবেক্ষনের দায়িত্ব নেবেন না। বৃষ কর্মসাধনে কোনও জটিলতা থাকলে আজ কেটে যেতে পারে । হঠাৎ করে কোনও অজানা বিপদ আসতে পারে । অতিরিক্ত ভাবপরায়ণ হলে আপনার ক্ষতি হতে পারে । উচ্চবিদ্যায় অগ্রগতি । মিথুন আজ হঠাৎ করে কোথা থেকে অর্থপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে । আপনার কর্কশ ভাষা আজ ঝামেলার সৃষ্টি করতে পারে । বাড়িতে কুটুম আসতে পারে । দাম্পত্যে মতভেদ হওয়ার সম্ভাবনা । কর্কট ব্যবসায় বা চাকুরীর কোনও রকম অসুবিধা নেই । আজ কারোর কাছ থেকে খুব দামি কিছু প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে । সংসারে আচরন সংযত করে চলুন । ভ্রমনের উদ্দেশ্য বাতিল করুন । সিংহ হঠাৎ কোনও কারনে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে । উপার্জনের হার ঠিক থাকলেও ব্যয়ও আছে । প্রেমে জটিলতা সৃষ্টি হতে পারে । ব্যবসায় সন্তানদের পাশে পাবে । কন্যা আজ বন্ধুদের উস্কানিতে প্রচুর অর্থ ক্ষতি হতে পারে । নিঃসঙ্গতা কাটাতে ভ্রমনের পরিকল্পনা । খেলাধুলায় খুব অগ্রগতি । গুরুজনদের প্রতি কোনও বিষয়ে বিদ্বেষ সৃষ্টি হতে পারে । তুলা আজ কর্ম স্থানে একে অপরের ওপর কোনও বিষয়ে ক্ষোভ সৃষ্টি হতে পারে । পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে । প্রেমে জটিলতা বাড়তে পারে । ধর্ম আলোচনায় মনে শান্তির উদয় । বৃশ্চিক আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল । মামলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে । স্নেহভাজন কারোর সঙ্গে ঝামেলা বাধতে পারে । প্রেমে নতুন মোড় ঘুরতে পারে । ধনু প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে । আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন । গুরুজনদের পরামর্শ মেনে চলুন । বাড়িতে চুরি হওয়ার সংকেত । মকর আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠাণ্ডা রেখে চলতে হবে। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা । আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে । মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে । কুম্ভ ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে । শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে । স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে । সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে । মীন আজ ব্যবসা কর্মচারীর ভরসায় রাখা ঠিক হবে না । হঠাৎ করে বাড়িতে পুলিশি ঝামেলা এসে পড়তে পারে । বিনিয়োগ ব্যবসায় লাভের আশা রাখতে পারেন । মা-বাবাকে নিয়ে ভক্তিমুলক স্থানে ভ্রমণ । জ্যোতিষ শ্রী জয়দেব