মেষ
আজ পথে কোনও নতুন বন্ধুর সন্ধান পেতে পারেন। ব্যবসায় কোনও বিষয়ে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নিজের আচরণ সংযত করে সংসারে চলতে থাকুন,ফল খুব ভাল পাবেন। সঠিক কোনও সিদ্ধান্ত আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে । শরীর মোটের ওপর ভাল থাকবে । কর্ম ক্ষেত্রে আপনি নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করুন। সন্তানদের কথায় গুরুত্ব দিন । সদুপায়ে আয় বৃদ্ধির চিন্তা ভাবনা করতে পারেন । প্রশাসনিক দায় সামলাতে হতে পারে ।
বৃষ
আজ দিনের শুরুতেই কোনও খারাপ কথার জন্য সম্মান হানি ঘটতে পারে। আজ সমাজ সেবায় কিছু দান করতে মন চাইবে ।আপনার সহকর্মী, আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে । উচ্চ আকাঙ্খা বৃদ্ধি হতে পারে । তৃতীয় কারওর জন্য সংসারে অশান্তি । অনেকদিনের পুরানো কোনও রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন । বেশি তর্ক বিতর্ক আজ আপনাকে বিপদে ফেলতে পারে । প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য পাবেন । অর্থ সংক্রান্ত চাপ বাড়তে পারে ।
মিথুন
ব্যবসার প্রয়োজনে অর্থ সাহায়্য পেতে পারেন ।আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে । সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ । অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পরতে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা । আজ কর্মে অলসতা থাকায় সংসারে অশান্তি বাড়তে পারে। সন্তানকে সাহায্য করতে পেরে মনে আনন্দ ।সাধু সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার ইচ্ছা থাকবে । আশেপাশের পরিবেশ অনুকূল থাকবে ।
কর্কট
কর্কট –আজে বাজে চিন্তা আজ মাথায় আসতে পারে।কর্ম স্থানে আপনি সহকর্মীর হিংসার জন্য বিপদে পড়তে পারেন । বিদ্যার্থীদের জন্য সময়টা অশুভ। চিকিৎসার জন্য অর্থ খরচ হতে পারে । ভাল কাজ করতে পেরে মনে আনন্দ ।আজ মায়ের কাছ থেকে বিশেষ কোনও সাহায্য পেতে পারেন । ঘরে বাইরে দায়িত্বের চাপে মানসিক ক্লেশ । শুভ যোগাযোগ হতে পারে এই সময়। গুরু সেবা করুন ভাল ফল পাবেন ।মায়ের সঙ্গে তর্ক করার জন্য মনে কষ্ট ।
সিংহ
ভাল কাজে করতে গিয়ে বদনাম বাড়তে পারে।পরের উপকার করে সম্মান প্রাপ্তি । কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ হাসিল করাই শ্রেয় । মায়ের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তি যোগ ।বায়ু পথে ভ্রমণে বাধা আসতে পারে । বাড়িতে অতিথি সমাগম ।আজ আপনার গুরুদেব বা ঈশ্বররে প্রতি মন থাকলেই ভাল। প্রতিবেশীদের সঙ্গে বিতর্কে যাবেন না ঝঞ্ঝাট বাড়তে পারে । বিচক্ষন ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন । প্রেম প্রণয়ে আঘাত আসতে পারে ।
কন্যা
ভাই ভাইয়ে বিবাদ বাড়তে পারে । অপরের মঙ্গল কামনায় নিজের ভাল হতে পারে । বাড়ির কর্তার কথা না শুনলে বিপদ আসতে পারে ।স্বামী স্ত্রীর মধ্যে কলহের আশঙ্কা।ব্যবসায় বেশি মূলধন বিনিয়োগ না করাই শ্রেয় ।অধৈর্য হলে কর্মে ক্ষতি হতে পারে।সম্পত্তি ক্রয় করতে গিয়ে একটু সতর্ক থাকবেন । উপার্জন বাড়ানো নিয়ে গুরু জনের সঙ্গে মতবিরোধ । সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকতে পারে ।প্রেমের ব্যপারে কোনও চাপ আসতে পারে।
তুলা
অকাজের কারণে শক্তি ক্ষয় হতে পারে । আজ সারা দিন কর্ম ব্যস্ততার মধ্যে কাটবে । পথে কোনও বিভ্রাটে পড়তে হতে পারে । আজ নিজের মনের জোরে বিপদের সম্মুখীন হতে হবে । হঠাৎ কোনও কিছু প্রাপ্তি হওয়ার যোগ আছে । আজ অতিরিক্ত অর্থ খরচ আপনাকে চিন্তায় ফেলতে পারে । পারিবারিক দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাঁধতে পারে । সমাজে সম্মান বৃদ্ধি । আজ বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের কথা আলোচনা হতে পারে ।
বৃশ্চিক
বাড়তি কিছু অর্থ আসার যোগ । আজ ব্যবসায় বা মাঙ্গলিক কোনও কাজের শুভ যোগ।সম্পত্তি নিয়ে ভাই বোনদেরসঙ্গে মতবিরোধ । বাড়িতে আত্মীয় সমাগম। স্ত্রীর সঙ্গে আলোচনা করে কোনও সিদ্ধান্ত নিন । বাড়িতে খুব প্রিয়জন বা প্রিয় বন্ধুর সমাগম। ভ্রমণের পরিকল্পনা স্থগিত করাই শ্রেয় । অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত আনতে পারে । পুলিশি ঝামেলা মিটে যাবে ।পেটের কোনও রোগের সমস্যা থেকে কষ্ট বৃদ্ধি । চাকরির স্থানে কোনও বিবাদ ।
ধনু
শত্রু থেকে সাবধান থাকুন ।অতিরিক্ত উদ্বেগের সঙ্গে কোনও কাজ করবেন না । কারওর কাছ থেকে অপ্রিয় সত্যি কথা শুনতে হতে পারে । রক্তচাপ জনিত সমস্যায় ভোগান্তি হতে পারে । মায়ের দায়িত্ব পালন না করায় অশান্তি । আজ কর্ম ক্ষেত্রে ভাগ্য আপনার খুব সঙ্গ দেবে । নিজের কোনও সমস্যার কথা কাউকে না বলাই ভাল । আপনার থেকে ছোট কারওর উপকার নিতে হতে পারে । ডায়বেটিস রোগের সমস্যায় ভোগান্তি ।বাড়তি কোনও ব্যবসার দিকে একটু নজর দিন।
মকর
স্ত্রীর সঙ্গে অশান্তির সম্ভাবনা।আজ কর্মে অলসতা করলে অনেক ক্ষতি হতে পারে । প্রেমে অশান্তি হতে পারে । গৃহ পরিবর্তনের পরিকল্পনা করতে পারেন । দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে কোনও কিছু নিয়ে বিবাদের সম্ভাবনা । যতই প্রিয় বা কাছের বন্ধু হোক, কাউকে বিশ্বাস করলে ক্ষতি হতে পারে । আজ চরিত্র নিয়ে কথা উঠলে প্রশ্রয় দেবেন না । দীর্ঘ দিনের কোনও অসুখ থেকে মুক্তি ।পরিবার নিয়ে ভ্রমণ ।
কুম্ভ
ব্যবসার দিকে কোনও নতুন সুযোগ আসতে পারে । কর্ম ক্ষেত্রে উন্নতি বা প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে । যান বাহন কেনার পরিকল্পনা এখন স্থগিত রাখাই ভাল । হৃদ রোগীদের বিশেষ ভাবে চিকিৎসার প্রয়োজন হতে পারে ।কাউকে সু –পরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন । মা – বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে । শ্বশুরকূলকে সাহায্য করতে হতে পারে । সন্তানের চাকরি প্রাপ্তি যোগ ।
মীন
চাকরির স্থানে কোনও চাপ আসতে পারে । পুরানো ব্যবসা বাড়ানর ভাল সময় । মিষ্টি কথায় আপনার কাছ থেকে কাজ উদ্ধার করতে চাইবে । হজমের গণ্ডগোলে পেটের সমস্যা হতে পারে । জ্যোতিষ চর্চায় অগ্রগতির যোগ । অংশীদারী ছাড়া নতুন কোনও কাজের পরিকল্পনা করতে পারেন । বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন । আজ সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন । আজ কারওর থেকে ব্যবসায় উপকার পেতে পারেন । জলপথে কোনও বিপদ বাড়তে পারে ।
আজকের রাশিফল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Feb 2018 08:47 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -