২ এপ্রিল, ২০১৬
মেষ
পরোপকার করতে গিয়ে মনে আনন্দ লাভ । উচ্চ শিক্ষায় বা কোন গবেষণায় বিশেষ স্বীকৃতি । আপনার মনোনিবেশে কর্মে উন্নতি । গুরুজনের শরীর নিয়ে মনের চাপ কমবে । প্রেম প্রণয়ে আশাভাব ।
বৃষ
বসা বা কর্মের জায়গায় কোনও ব্যাঘাত আসতে পারে । পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে । সন্তানদের ব্যবহারে মানসিক শান্তি লাভ । অন্যের কাছ থেকে উপকার নেবেন না ফল ক্ষতি ।
মিথুন
কু-পরামর্শদাতার পরামর্শে কোনও কাজ করবেন না ফলে অর্থ ব্যয়ের সম্ভবনা । গঠনমূলক কোনও কাজে অগ্রসর হতে পারেন ।বিদেশে ভ্রমণ হতে পারে। জ্যোতিষ চর্চায় অগ্রগতি ।
কর্কট
মনে চাঞ্চল্যতার সৃষ্টি হতে দেবেন না হঠাৎ অর্থ ব্যয় হতে পারে । কারোর কথায় প্রভবিত হবেন না পুলিশি ঝামেলার আশঙ্কা।সন্তানদের নিয়ে চিন্তা । হজমের গণ্ডগোলে ভোগান্তি ।
সিংহ
প্রতিবেশী দের সঙ্গে বিবাদের সম্ভবনা । অংশীদারী ব্যবসা না করাই শ্রেয় । সাধু-সন্তদের সঙ্গে মেলামেশা করুন । হঠাৎ করে কোনও পুরনো সম্পত্তি পাওয়ার যোগ আছে । গুরুজনের ব্যবহারে মনে খুশি।
কন্যা
চাকরিতে পদন্নোতির আশা আছে । সম্পত্তি ক্রয় বিক্রয় না করাই ভাল ।সাধু সেবায় মনে শান্তির সৃষ্টি হতে পারে । মা-বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে । উচ্চ শিক্ষার যোগ ।
তুলা
হঠাৎ করে কোন উচ্চ আকাঙ্ক্ষায় সমস্যার সম্মুখিন হতে পারেন ।সুযুক্তির প্রভাবে বিতর্কে জিততে পারেন । কুচক্রী সহকর্মীদের মোকাবেলা করে অগ্রগতি । সংসারে মনমালিন্যের সৃষ্টি ।
বৃশ্চিক
শত্রুদের কাছ থেকে আজকের দিনে একটু সমঝে চলুন ।কর্মে অপ্রতাশিত লাভের সম্ভবনা । প্রেম সংক্রান্ত দিকে না এগুনোই ভালো । লিভারের জটিলতায় ভোগার সম্ভবনা ।
ধনু
ব্যবসা সম্প্রসারণে শ্রী বৃদ্ধি লাভ করবেন । চাকুরিজীবীরা কর্মের জায়গায় সচেতন থাকবেন । সন্তানের পড়াশোনা নিয়ে হতাশা । চোখের পীড়ায় ভোগান্তি । গুরুজনের সহায়তা নিন ।
মকর
পাওনা আদায় নিয়ে আপদস্থ হওয়ার ফলে মনোকষ্ট । দূরে কোথাও ভ্রমণের সংকেত । দাম দাম্পত্য কলহ মিটতে পারে । জমি জাতীয় সম্পত্তি ক্রয় – বিক্রয় করার ভালো দিন ।
কুম্ভ
সহকর্মীর প্রচরনায় পা দেবেন না , বিপত্তি দেখা দিতে পারে । সদুপায় একাধিক আয় বৃদ্ধি হতে পারে । আপনর সন্তানের শরীর ভালোই যাবে । নিজে গুহ্যপীড়ায় ভুগতে পারেন ।
মীন
পৈতৃক ব্যবসায় সাফল্য ও আর্থিক উন্নতি । প্রেমে বিয়োগ ব্যথা হতে পারে । আপনার লটারির ক্ষেত্রে দিনটি শুভ । তেমন কোন শারীরিক সমস্যা হবে না। শ্বশুরকুল সূত্রে অর্থ প্রাপ্তি যোগ ।
আপনার আজকের দিনটি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Apr 2016 03:07 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -