৭ এপ্রিল, ২০১৬
মেষ

আবিবেচক সুচক কোন কাজ না করাই ভাল সমস্যা হতে পারে । কর্মে জটিলতার সৃষ্টির সম্ভাবনা । আপনজনের ব্যবহারে হতাশা । সন্তানকে প্রতিভাশালী কোন কর্মে নিযুক্ত করতে পারেন ।


বৃষ

নিজের কঠোর পরিশ্রমের দ্বারা উন্নতি ও সাফল্য লাভ । শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তা থাকবে না । জেচে উপকার করবেন না । লটারি ও ফটকায় প্রাপ্তি যোগ । চাকুরিজীবীদের ভাগ্যোদয় ।


মিথুন

ব্যবসায় নতুন করে বিনিয়োগ না করাই ভাল, প্রবল ক্ষতির আশঙ্কা । কাউকে উপকার করতে গিয়ে অপমানের সন্মুখিন হতে হবে । পৈত্তিক সম্পত্তি লাভের সম্ভবনা । সাধু সঙ্গে শান্তি লাভ ।


কর্কট

লোকের সাথে খুব বুঝে কথা বলুন,মতবিরোধের আশঙ্কা । প্রেম প্রণয়ে নতুন মোড় ঘোরার শুভ সময় । শারীরিক জটিলতা বাড়তে পারে । শত্রুর কাছ থেকে নিজেকে বাঁচিয়ে চলুন, ক্ষতির সম্ভাবনা ।


সিংহ

আপনার নিজের কোন ব্যবহারে আপনজনের কাছ থেকে সহানুভুতি পেতে পারেন । শ্রম ও কর্মে মনোনিষ্ঠ থাকা সত্ত্বেও ফের পিছিয়ে যাওয়ার আশঙ্কা । সন্তানের ব্যবহারে মনে শান্তি । চক্ষু পীড়ায় ভোগান্তি ।


কন্যা

বিমা বা শেয়ারে আর্থিক বিনিয়োগ করতে পারেন লাভের দিক অনুকূল । মা বাবাকে নিয়ে ভ্রমনের পরিকল্পনা । সন্তানদের পড়াশুনায় স্বীকৃতি । পেটের নানা রকম সমস্যা দেখা দেওয়ার আভাস ।


তুলা

কর্মে বা ব্যবসায় উৎসাহিত হয়ে কাজ করাই শ্রেয় ভাল ফল পাবেন । অনেক দিনের পরে থাকা কাজ উদ্ধার । ছেলেমেয়েদের কোন কাজে সন্তুষ্টি । রাজনৈতিক বা সামাজিক কাজে জীবন মানের উন্নতি ।


বৃশ্চিক

অপরকে উপকার করতে গিয়ে পরিশ্রমের হার বৃদ্ধি পেতে পারে । সম্পত্তি কেনা বেচার শুভ দিন বলা যেতে পারে । দাম্পত্য কলহ মেটবার একটা বিশেষ সুযোগ । সাধু সঙ্গে শান্তি পাবার শুভ সময় ।


ধনু

ত্যাগ স্বীকার করুন না হলে পরিবেশ প্রতিকূল হওয়ার সম্ভবনা । স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টির অশুভ যোগ । ভাল মনের কোন মানুষের কাছ থেকে উপকার পেতে পারেন । পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে ।


মকর

পুরনো কোন কার্য উদ্দেশ্য বিহীনভাবে সিদ্ধ হওয়ার সম্ভাবনা । উচ্চশিক্ষায় বিশেষ কৃতিত্ব লাভ । লটারির আশা রাখতে পারেন । হজমের গণ্ডগোল হতে পারে । ভ্রমনের সম্ভবনা ।


কুম্ভ

চলাফেরা খুব সাবধানে করুন পায়ে চোট লাগার সম্ভবনা । প্রেমে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে । সন্তানের লেখাপড়া নিয়ে একটু চিন্তা থাকবে । অংশীদারি ব্যবসায় টাকা লাগাবেন না ।


মীন

পুরনো রোগে ভুগে দুর্বল হয়ে পরার অশুভ সময় আসছে একটু সাবধানতা আবলম্বন করুন । বহু মুখী প্রতিভার কর্মে নিযুক্ত হওয়ার শুভ দিক সন্তানের ব্যবহারে মনে আনন্দ সাধু সন্নাসিদের ভোজনে মনে শান্তি ।