মেষ
কর্ম স্থানে ভাল দক্ষতার পরিচয় দিতে পারবেন। ভাল খাবার, ভাল বস্ত্র উপহার পেতে পারেন। দুশ্চিন্তা মিটে গিয়ে সুন্দর ঘুম হবে রাতে। অতিরিক্ত পরিশ্রমে শরীরের ক্লান্তি।
বৃষ
যাঁরা রাজনীতিতে যুক্ত আছেন তাঁদের জন্য খুব ভাল দিন। অর্থ ব্যয়ের বেশি হতে পারে। পরিবার নিয়ে দুশ্চিন্তার কারণ তৈরি হবে। পেটের যন্ত্রানাতে কষ্ট পাতে পারেন।
মিথুন
বাড়িতে অজানা অনেক লোক আসতে পারে। ব্যবসার দিক দিয়ে দিনটি খুব খারাপ নয়। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। বিদেশের কোনও বন্ধু ফিরে আসায় আনন্দ ও খরচ।
কর্কট
ভাগ্য উন্নতির ভাল সুযোগ আজ আসতে পারে সুযোগটি কাজে লাগান। উদ্যম ও চেষ্টার সাফল্য লাভ। অপরের কোনও কাজ করতে গিয়ে সুনামের অধিকারী হতে পারেন। গুরু জনের শরীর নিয়ে চিন্তা।
সিংহ
আজ সকল দিক থেকে ভাল-মন্দ মিশিয়ে কাটবে সারা দিন। তবে শত্রুর দ্বারা কোনও খারাপ কিছু হতে পারে। উদ্যমের অভাবে সাফল্য লাভ করতে পারবেন না। মাথার যন্ত্রানাতে কষ্ট পেতে পারেন।
কন্যা
সারা দিন অর্থ সমস্যায় দিয়ে কাটবে। মিত্র জনের সঙ্গে অশান্তি ও বিবাদ বাধতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা ও কর্ম নিয়ে সমস্যা। সুযোগসন্ধানী লোকের থেকে সাবধান।
তুলা
ব্যবসার দিকে ভাল খবর। বাড়তি বিনিয়োগ করতে পারেন। পরিবারের সকলকে নিয়ে সুখ ও আনন্দ লাভ। একটা দিকে নজর রাখুন, ভুল ডাক্তারের জন্য রোগ বৃদ্ধি পেতে পারে, দূরের থেকে ভাল খবর আসতে পারে।
বৃশ্চিক
উচ্চবিদ্যা নিয়ে যাঁরা পড়াশোনা করছেন, তাঁদের বিদেশে যাওয়ার সুযোগ আসছে। চাকুরিজীবীদের জন্য ভাল খবর আসতে পারে। দিনের প্রথম দিকে একটু অবসাদ আসবে। গুরুজনের সম্পত্তি নিয়ে আজ মীমাংসার ভাল দিন।
ধনু
কর্মস্থানে চাপ বাড়াতে সংসারে চিন্তার কারণ। সন্তানের কোনও কাজের জন্য মনে দুঃখ বাড়তে পারে। নিকট কোনও আত্মীয়ের খারাপ খবর শুনে শোক বৃদ্ধি। পিতা-মাতার শরীর নিয়ে চিন্তা ও খরচ।
মকর
আজকের দিনটি খুব সাবধানে থাকুন। বড় ক্ষতির সম্ভাবনা। অযথা ঘুরাঘুরি হওয়ায় অর্থ নষ্ট। মানসিক চিন্তা হবে পরিবার নিয়ে। প্রতিবেশীর সঙ্গে বুঝে কথা বলুন। গুরুজনের সঙ্গে আলোচনাতে সমস্যার সমাধান।
কুম্ভ
জনহিতকর কাজকর্মের জন্য সারা দিন ব্যস্ত। লটারি ও ফাটকা প্রাপ্তি হতে পারে। নতুন কোনও কাজে সাফল্য লাভ হওয়ার আশা। শত্রুকে ছোট ভাববেন না। তাতে সমস্যা বাড়বে। সন্তানের পরবর্তী জীবন নিয়ে চিন্তা বাড়বে।
মীন
প্রেম প্রীতি নিয়ে সারা দিন ব্যস্ত। তার জন্য বাড়িতে সমালোচনার পাত্র হতে হবে। আজ কোনও নতুন কাজে হাত না দেওয়াই ভাল হবে। অজানা বাধা পিছনে তাড়া করবে। বিবাহ জীবন ভাল। বাড়িতে শুভ অনুষ্ঠান, বহু লোকের আগমন।