মেষ
নানা দিক দিয়ে অর্থ নষ্ট হবার যোগ। আত্মিয়সজনদের দ্বারা ক্ষিতি। সন্তানের চালচলনে দিক থেকে মানসিক চাপ। নতুন কোন কাজে হাত দেবেন না। অর্শ জাতীয় রোগ।
বৃষ
আজ সারাদিন একটা আলাদা মানসিক শান্তির মধ্য দিয়ে যাবে। কোন কারনে শরীরে কষ্ট বাড়তে পারে। গুরুজন নিয়ে চিন্তা।
মিথুন
মনের চঞ্চলতাকে স্থির করুন নাহলে ভাল জিনিস হাত ছাড়া হতে পারে । ব্যবসার দিকে নজর না দিলে চুরি হতে পারে। বাড়িতে অতিথি আসবে কিন্তু তাদের সাথে অশান্তি যোগ ।
কর্কট
আজ সকল কর্ম সাফল্য লাভ করতে পারবেন। কাজের জন্য দুরে কোথায় যেতে হতে পারে। অনেক লোক জনের সাথে সম্পর্ক লাভ কিন্তু লাঞ্ছনা লাভের দিক রয়েছে। অর্থ দিকটা ভাল।
সিংহ
ব্যবসার দিক দিয়ে ভাল সমায়, অর্থ লাভের দিক। অসৎ সঙ্গ থেকে দুরে থাকুন বিপদ আসছে। সজনের সাথে সম্পদ নিয়ে অশান্তি। সন্তানের ভাল কর্মে আনন্দ লাভ। বিবাহ জীবন মোটামুটি।
কন্যা
আজ প্রতিযগিতা মূলক কাজে হাত দেবেন না পরাজয় আসতে পারে। গবেষকদের জন্য দিনটি ভাল। ভ্রমনে না যাওয়া ভাল হবে। ব্যবসায় ভাল ফল পাবেন না।
তুলা
আজ কোন কারনে সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে সাবধান। দুষ্টু বন্ধুর প্ররোচনায় পাদিলে বিপদ দেখ দেবে। শরীরের সমস্যা কাজ কর্মে বাধা। প্রেম প্রণয়ে অশান্তি ও বদনাম আসবে।
বৃশ্চিক
সমাজে ভাল কাজে সন্মান লাভ। যান বাহন চালকের জন্য দিনটি ভাল। সাবধান থাকুন অস্ত্র দ্বারা আঘাত আসতে পারে। সংসারে অশান্তি মিটে যিবে। ভাল খাবার ব্যবস্তা জন্য ব্যয়।
ধনু
বুদ্ধির জোরে শত্রুকে পরাজয়। ধন স্থান খুব খারাপ নয়। বন্ধুর সাহায়্য লাভ। চোখের রোগ বাড়তে পারে, পরিবেশের ঝেমেলা থেকে মুক্তি লাভে দেরিহবে। পড়াশুনা ভাল দিক।
মকর
সারাদিন অর্থ কষ্ট থাকবে। সাবধানে চলাফেরা করুন আকস্মিক দুর্ঘটনা। উঁচু পদের লোকের থেকে সন্মান বাড়বে। কোন আত্মীয়র খারাপ খবরে মনের শোক বৃদ্ধি। শরীর খারাপ।
কুম্ভ
পিতা-মাতার সাথে আলচনাতে সংসারে অশান্তি। বাড়ির পাসের লোকের দ্বারা অনেক ক্ষিতি। যানবাহনে ধিরে চরুন বিপদ আসতে পারে। লোকের দ্বারা অপমান অশান্তি বৃদ্ধি।
মীন
আজ বন্ধুর থেকে ভাল সাহায্য পাবেন। ব্যবসার দিকটা ভাল বলা চলে। পরিবারে সকলকে নিয়ে আনন্দ। শারীরিক রোগের জন্য মানসিক চাপ। প্রেমের জন্য সমায় ভাল।
আজকের রাশিফল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Apr 2016 12:57 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -