মেষ
আজ ব্যবসার দিকদিয়ে দিনটি ভাল যেতে পারে। তবে পাওনা টাকা আদায় না হবার যোগ। পুরনো মামলা নিয়ে আজ আবার অশান্তি হতে পারে। বিবাহ জীবনে বিকালে অশান্তি।
বৃষ
নতুন কাজ আজকে না করাই ভাল। সারাদিন অর্থ অভাবে কাটতে পারে। কর্ম স্থানে কিছু কারণে বাঁধা আসবে। দূরে কোন বন্ধুর সাথে যোগাযোগ। সন্তান দিক দিয়ে ভাল।
মিথুন
ব্যবসা বানিজ্যে আজ খুব ভাল খবর পাবেন। নতুন করে চাহিদা বাড়বে ব্যবসায়। রাস্তা ঘাটে কোন বিপদ আসতে পারে। গুরুজনের সাথে মনমালিন্য কেটে যাবে। বাড়িতে পুজা নিয়ে আলোচনা।
কর্কট
দৈহিক রোগের কারণে কর্ম স্থানে কাজের ব্যঘাত। অর্থ সমস্যা মেটাতে ধার হতে পারে। সংসার খরচ বাড়াতে স্বামী-স্ত্রীর অশান্তি। ভাই বনে সম্পর্ক সমস্যা মিটে গিয়ে উন্নতি।
সিংহ
ব্যবসার দিক দিয়ে ভাল সমায়, অর্থ লাভের দিক। অসৎ সঙ্গ থেকে দুরে থাকুন বিপদ আসছে। সজনের সাথে সম্পদ নিয়ে অশান্তি। সন্তানের ভাল কর্মে আনন্দ লাভ। বিবাহ জীবন মোটামুটি।
কন্যা
প্রেমের জীবন আজ খুব ভাল। ব্যবসার দিক দিয়ে নতুন বিনিয়োগ করতে পারেন। সংসারে জন্য খুব সুখের দিন। বিদেশে যারা পড়াশুনা করেন তার ভাল ফল পাবার আশা।
তুলা
আজ অজথা কার সাথে অশান্তি করবেন না পুলিস পর্যন্ত যেতে পারে।অপ্রিয় সত্য কথায় নিজের লোকের সাথে ঝগড়া হতে পারে। ব্যবসায় মন দিন। স্নায়ু পিরাকে ছেড়ে দেবেন না খারাপ হবে।
বৃশ্চিক
পুরনো কোন রোগের জন্য প্রচুর কষ্ট পেতে হবে। আজ অজথা অর্থ নষ্ট হতে পারে। সন্তানের ভুল কাজের জন্য বাড়িতে অশান্তি। শত্রুর আপস–প্রস্তাবে সারা দিতে পারেন ।
ধনু
প্রেম প্রণয়ে আজ প্রচুর আনন্দ। কর্ম উন্নতিতে ভাল সাহায্য পাবেন। ব্যবসার দিকে সুখবর। মহিলা থেকে সুবিধা লাভ। বিবাহ জীবন আনন্দে কাটবে। মাথার যন্ত্রনাতে কষ্ট।
মকর
সকল দিক দিয়ে আজ একটা অর্থ পাপ্তির যোগ আছে। চাকুরি যারা করেন তাদের জন্য ভাল সমায়, লোকের ভালোবাসা পাবার দিন। দূরে বেড়াতে যাবেন না বিপদের যোগ।
কুম্ভ
মুখমণ্ডলে কোন রোগের জন্য অর্থ নষ্ট। কর্ম স্থানে গুরুজনের সাহায্যে সমস্যার সমাধান। বন্ধুদের সাথে বুঝে ব্যবহার করুন অশান্তি আসতে পারে। কারোর কাছে অবিশ্বাসের পাত্র হতে পারেন।
মীন
ব্যবসার দিক দিয়ে দিনটি ভাল। অর্থ ভাগ্য ভাল হলেও সঞ্চয় কম হবে। ভাল খদ্য ও বস্ত্র জন্য খরচ বৃদ্ধি। অপরের সাথে অশান্তির জন্য ভাল জিনিস হাত ছাড়া হতে পারে। প্রেমে অশান্তি মিটে যেতে পারে।
আজকের রাশিফল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Apr 2016 01:03 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -