মেষ

আজ সকাল থেকেই লোকের সঙ্গে মত ভেদ লেগে থাকবে। ব্যবসার স্থানে খুব সাবধানে কথা বলুন। যারা সাহিত্য নিয়ে চর্চা করছেন তাঁদের জন্য দিনটি ভাল। সব চেষ্টাতেই সাফল্য পাবেন।

বৃষ

কোন উচ্চব্যক্তির জন্য মনের ভিতর ভয় ভাব কাজ করবে। অনেক লোকের সাহায্য লাভ করতে পারবেন। কর্মের জন্য ঘোরাঘুরি বাড়তে পারে। ব্যবসায় ভাল ফল পাবেন।
মিথুন

পরিবারের সকল ব্যক্তিদের নিয়ে দিনটি সুখে কাটবে। যারা সাংবাদিক তারা আজ ভাল ফল পাবেন। চিন্তাভাবনা দূর হবে। ভাল ঘুম হবে। কোনও আত্মীয় স্থানীয়ের রোগ প্রকোপ দেখা দেবে।



কর্কট

আজ ভ্রমণ বেশি হবে, কিন্তু খরচ অনেক বাড়বে। পিতামাতা নিয়ে চিন্তা বাড়তে পারে। অজানা কোনও লোক বাড়িতে আসতে পারে, খুব সাবধান। বিদেশে কোনও বন্ধুর খবর পাওয়ায় আনন্দ লাভ হতে পারে।




সিংহ

বিশেষ কোনও কাজ না করা ভাল।বাধা বেশি আসবে। কূট চক্র লোকের সঙ্গে বিপদ আসতে পারে। স্ত্রীর শরীর নিয়ে চিন্তা। বাড়তি বিনিয়োগ করবেন না।




কন্যা

কোনও কিছু চেষ্টা করলে সাফল্য লাভ হতে পারে। বন্ধুর কারণে মনে সুখ অনুভব করবেন। কোনও পড়ে থাকা কাজ শেষ হতে পারে। স্বামী-স্ত্রী আলোচনা করুন, সমস্যা মিটে যাবে।




তুলা

শত্রু আজ কর্মস্থানে বদনাম বাড়াতে পারে। সমাজের কোনও কাজে আজ সারা দিন ব্যস্ত থাকতে পারেন। ব্যবসার দিক দিয়ে মনের আনন্দ লাভ। সন্তান নিয়ে কোন দুর্ভাবনা বাড়বে।




বৃশ্চিক

প্রিয়জনের সঙ্গে অশান্তি। সারাদিন মন খারাপ। সাবধানে চলাফেরা করুন আঘাত লাগতে পারে। প্রেমিক প্রেমিকার মনে কষ্ট। গাড়ি চালকের, গাড়ি নিয়ে ঝঞ্ঝাট বা অশান্তি।




ধনু

যারা ঘুরে ব্যবসা করেন তাদের আজ দিনটি ভাল। চাকুরিজীবীদের খরচ বাড়বে।সন্তানের কাজে বাধা আসতে পারে। পড়াশোনাতে বাধা। বিবাহ জীবন সুখী হবে।




মকর

শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। ফাটকা ব্যবসা ভাল হবে। মনে অজানা ভয় কাজ করবে।স্ত্রীর কোনও কাজে মনে অসন্তোষ দেখা দেবে। খেলাধূলায় ফল ভাল হবে।




কুম্ভ

দূরের কোনও খারাপ খবরে মনে কষ্ট বাড়তে পারে।কর্মস্থানে প্রচুর পরিশ্রমে শরীরের চাপ বাড়বে।স্ত্রীর কারণে অর্থ ব্যয়। কোনও কিছু পাওনা বস্তুর না পাওয়ার হতাশা।




মীন

কোন কিছু হারিয়ে যাওয়ায় মনে কষ্ট। অপর কোন লোকের উপকার করতে গিয়ে অপদস্থ হতে পারেন। সন্তানের জন্য মনের আনন্দ বাড়বে। কর্মস্থানে পদোন্নতির যোগ। প্রেমের জীবন ভাল যাবে। মা-বাবার শরীর নিয়ে চিন্তা।