আজ সকাল থেকেই লোকের সঙ্গে মত ভেদ লেগে থাকবে। ব্যবসার স্থানে খুব সাবধানে কথা বলুন। যারা সাহিত্য নিয়ে চর্চা করছেন তাঁদের জন্য দিনটি ভাল। সব চেষ্টাতেই সাফল্য পাবেন।
বৃষ
যাঁরা পরীক্ষা দিয়েছেন তাঁরা ভাল ফল আশা করতে পারেন। কোন কিছু ভুল কাজ করবার জন্য লোকের সমালোচনার পাত্র হতে পারেন। চেষ্টায় ভাল ফল পাবেন না।
মিথুন
আজকের দিনটি, সকল দিক দিয়ে একটা শুভ ফল আশা করতে পারেন। সকল বাজে চিন্তা কেটে গিয়ে, রাত্রে ভালো ঘুম হবে। ব্যবসার দিক দিয়ে অর্থ আসার দিন। বাড়িতে খরচ বাড়াতে মনের চাপ।
কর্কট
কর্মস্থান নিয়ে একটা দুশচিন্তার কারণ হতে পারে। শরীরে অস্ত্রপচারে যোগ দেখা যাচ্ছে। উদ্যমের অভাবে সুযোগ হাত ছাড়া হতে পারে। সুযোগ সন্ধানী লোক থেকে সাবধান।
সিংহ
বাড়িতে আজ শুভ সংবাদ আসতে পারে। বুদ্ধির দ্বারা শত্রু পরাজয়। অযথা লোকজন নিয়ে খরচ বৃদ্ধি। ব্যবসায় হঠকারিতা ভাল হবে না। সন্তানের পড়াশুনা ভাল বলা যায়।
কন্যা
আজ যে কাজের জন্য ছোটাছুটি করছেন, তার সাফল্য লাভ হতে পারে। শত্রুর সাথে কথা বলার আগে একটু চিন্তা করুন। স্বামী-স্ত্রীয়ের ভিতর সম্পর্ক ভাল হলেও অপর ব্যক্তিকে নিয়ে অশান্তি হতে পারে।
তুলা
চাকরি যাঁরা করেন তাদের জন্য খুশির খবর। পারিবারিক বিষয় দুশ্চিন্তা হতে পারে। ব্যবসায় শত্রু থাকার জন্য দুর্ভাবনা। প্রেমের দিকে সময় ভাল হলেও বদনাম বাড়বে।
বৃশ্চিক
নানা দিক দিয়ে সমস্যার মুখোমুখি হওয়ার সময়। বাড়িতে গুরু জনকে বাজে কথা বলার জন্য মনে অনুশোচনা। কর্মস্থানে জটিলতা বাড়তে পারে। স্বাস্থ্য নিয়ে চিন্তা।
ধনু
সারাদিন অনেক কারণে খরচ বৃদ্ধি। পারিবারিক জীবন সকলকে নিয়ে সুখে কাটবে বলে আশা করা যায়। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। প্রেম প্রণয়ের ভাল দিন।
মকর
ব্যাভিচার হওয়ার থেকে সাবধান। ব্যবসার দিক দিয়ে উন্নতি লাভ, সংসার জীবন ভালোর দিকে যাবে। অতিরিক্ত পরিশ্রম মানসিক অবসাদ আনতে পারে। বাড়িতে অনুষ্ঠান হওয়ার জন্য খরচ বৃদ্ধি।
কুম্ভ
ব্যবসার দিক দিয়ে শুভ, বেশি করে বিনিয়োগ করতে পারেন। সংসার জীবন ভাল গেলেও সন্তান নিয়ে অশান্তি বাধতে পারে, বিদেশে কোন বন্ধুর কোন খবর আসতে পারে । সমাজের কোন উপকার করে নাম অর্জন।
মীন
সাহিত্য নিয়ে যারা কাজ করেন তাদের জন্য দিনটি ভাল। সম্পত্তি নিয়ে কোন প্রকার শত্রুতা হতে পারে। অজানা লোকের সাথে রাস্তায় অশান্তি পারে। কর্মস্থানে কোন ভাল লোকের দ্বারা উপকার। আয় বৃদ্ধি করতে মহিলার সাহায্য নিতে হতে পারে।