১৫ এপ্রিল, ২০১৬
মেষ

লেখক বা সাহিত্যিকদের পক্ষে দিনটি অনুকূল। সৃষ্টি গত কাজে বিশেষ স্বীকৃতি ও অর্থাগম। ভ্রমণের পরিকল্পনা ব্যর্থ। যানবাহন ক্রয় –বিক্রয় না করাই ভাল। শরীর নিয়ে কম বেশি চিন্তা।


বৃষ

কোন মঙ্গল বা ধর্মীয় অনুষ্ঠানে আজকে ব্যস্ত থাকবেন। পুরনো কোন রোগের থেকে মুক্তি পাবেন। তৃতীয় ব্যক্তিকে বেশি প্রাধান্য না দেওয়াই শ্রেয়, প্রেমে বিপত্তি। বাড়তি কথা না বলাই ভাল।


মিথুন

জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তি। হাটা-চলা খুব সাবধানে করা উচিৎ।


কর্কট

আজ রাস্তায় একটু বেশি সতর্কতা অবলম্বন করুন, বিপদের আশঙ্কা। কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভবনা। পরিবারে নজর দিন মনমালিন্যর যোগ। সাধু সন্ন্যাসীদের সঙ্গে মনে আনন্দ।


সিংহ

নিজেকে সংযত রাখুন উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। অযথা ভ্রমণে অর্থ হানির যোগ। ব্যবসায় বাড়তি বিনিয়োগে হতাশার সৃষ্টি। পৈতৃক সম্পত্তি পাওয়ার অনুকূল দিক দেখা যাচ্ছে। দাম্পত্য দিক শুভ।


কন্যা

ব্যক্তিগত কোন সমস্যার সমাধান হওয়ার বিশেষ অনুকূল দিক। সন্তানের সুকর্মে সম্মান বৃদ্ধি। ফাটকা বা লটারিতে প্রাপ্তি যোগ। বন্ধুর প্ররোচনায় পা দেবেন না, বিপদের সম্মুখীন হতে পারেন।


তুলা

সৃষ্টি শীল কাজে উন্নতি ফলে মনে আনন্দ। ধর্মীয় শাস্ত্র বা গ্রন্থ নিয়ে আগ্রহ থাকবে প্রচুর। সম্পত্তি বিষয় নিয়ে গুরুজনের সাথে মতবিরোধ থাকবে। উচ্চ শিক্ষা লাভের চেষ্টা করতে পারেন।


বৃশ্চিক

হাতে আসা কোন কাজ ফেলে না রাখাই ভালো অর্থাগমের শুভ দিক আছে। দাম্পত্য জীবন সুখকর ভাবে কাটবে। উচ্চশিক্ষা প্রপ্তি যোগ। চাকুরিজীবিদের বদলির সম্ভবনা।


ধনু

ব্যবসায় চিন্তা বৃদ্ধি হলেও কঠোর পরিশ্রম করলে ফল ভাল হবে। ইচ্ছার বিরুদ্ধে কোন কাজ করার ফলে পরিশ্রম বৃদ্ধি। বিশদ আলোচনার ফলে সম্পত্তি লাভ। পুরনো কোন রোগ নতুন করে দেখা দিতে পারে।


মকর

কর্ম ক্ষেত্রে ভাল ভাবে নজর দিন, প্রতিকূল অবস্থার সৃষ্টি হতে পারে। আত্মীয়-স্বজনের ব্যবহারে মনের কষ্ট প্রকাশ। জনহিতকর কাজে সৌজন্যতা লাভ। চলাফেরায় বিশেষ সতর্কতা দরকার।


কুম্ভ

কাজের জায়গায় বিশেষ ভাবে সহানভূতি লাভ। সন্তানদের কোন ব্যবহারে মনে আনন্দের প্রকাশ। যানবাহন কেনার শুভ যোগ আছে। পড়ে থাকা কোন কাজ উদ্ধার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।


মীন

নিজের কোন সুকর্মের জন্য সম্মানিত হতে পারেন। যেচে কারোর উপকার করতে গিয়ে সংসারে অশান্তি। মা-বাবার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। পেটের বা চুলের সমস্যায় ভুগতে পারেন।