মেষ
রাস্তায় চলা ফেরার সময় অতিরিক্ত সতর্ক হন আঘাত আসার সম্ভবনা আছে। কাজে আজ নৈপুণ্যতা থাকা সত্ত্বেও নৈরাশ্য প্রকাশ পাবে। সন্তানদের নিয়ে মনে আনন্দের সৃষ্টি হবে। স্বাস্থ্য ভাল যাবে।
বৃষ
কর্মক্ষেত্রে আজ ভাল কোন বন্ধুর সাহায্যে উন্নতির অবকাশ। পৈতৃক সম্পত্তি লাভের একটা বিশেষ দিক দেখা যাচ্ছে। আজ সারাদিন সবার সঙ্গে খুব বুঝে কথা বলুন ঝামেলায় পড়ার আশঙ্কা।
মিথুন
অনেক দিনের পড়ে থাকা কাজ নিজের উৎসাহের বৃদ্ধিতে সফলতা পাবে। কোন কিছুর জন্য লোকের আনুগত্তর স্বীকার হতে হবে। মা-বাবার ব্যবহারে মনে কষ্ট হতে পারে। শেয়ার কাজের সাথে যারা যুক্ত তাদের শুভ দিন।
কর্কট
কর্মক্ষেত্রে নতুন শুভ কোন যোগাযোগ আসতে পারে। নিজের কাজের জন্য প্রশংসা পেতে পারেন। ব্যবসায় নতুন করে লগ্নি না করাই ভাল, অর্থ ক্ষতির বিশেষ যোগ আছে। সাধুসঙ্গে মনে শান্তি।
সিংহ
ভাল কোন কাজের ফলে সম্মান বৃদ্ধি হতে পারে। পারিবারিক বা সামাজিক কারোর কাছ থেকে প্রতারণা পাওয়ার আশঙ্কা। জলপথে প্রচুর সাবধানতা অবলম্বন করুন দুর্ঘটনার সংকেত আছে।
কন্যা
প্রচুর চেষ্টা করেও ব্যবসায় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভবনা। সংসারে দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। উচ্চ বিদ্যায় বা কোন গবেষণায় স্বীকৃতি লাভ। নিজেদের লোকের ব্যবহারে মনে ক্ষোভের সৃষ্টি।
তুলা
কর্মক্ষেত্রে ভ্রমন হওয়ার সংকেত। আত্মীয় বা পরিজনদের সাথে খুব বুঝে শুনে কথা বলুন, বিরোধের সৃষ্টি হতে পারে। ধর্ম কাজে দান করায় মনে আনন্দর সৃষ্টি। ছেলে-মেয়েদের কাজে মনে সুখ।
বৃশ্চিক
অনেকদিন ধরে, পড়ে থাকা কোন কাজ থেকে চিন্তা কমবে। নিজের ভাল কথার দ্বারা মানুষের মন জয়। কর্মক্ষেত্রে উন্নতির আভাস। বিশেষ কোন কারণে অর্থ ক্ষতির সম্ভাবনা।
ধনু
পড়ে থাকা কোন কাজের জন্য চেষ্টা করুন, উদ্দেশ্য সাধন হতে পারে। যদি কোন কারণে কারোর সঙ্গে মতবিরোধ হয় নতি স্বীকার করাই ভাল। ব্যবসায় শুভ ফল লাভ। লটারি বা ফাটকায় প্রাপ্তি যোগ।
মকর
কাজের জায়গায় বন্ধুর প্রতারণায় ঝঞ্ঝাটের উত্পত্তি। সম্মান জাতীয় কোন কাজে মানহানীর আশঙ্কা। মহিলাদের থেকে একটু দূরে থাকাই ভাল, ছলনার স্বীকার হতে পারেন। সাধুসঙ্গে মনে আনন্দ।
কুম্ভ
নানা দিক থেকে কাজের সুযোগ আসতে পারে, হাতছাড়া না করাই ভাল। অতিরিক্ত ঐশ্বর্যের লোভ না করাই শ্রেয়। পুরনো বাসনা যদি থাকে সেটা মেটবার সম্ভাবনা।
মীন
বিদেশ ভ্রমনে অর্থ ক্ষতির আশঙ্কা। গুরুজন কতৃক মনে অবসাদের সৃষ্টি হতে পারে। আগুনের কাছ থেকে খুব সাবধানতা অবলম্বন করুন, বিপদের সংকেত। ঠাকুরের চরণে কিছু দান করায় মনে সুখ।
আজকের রাশিফল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Apr 2016 01:18 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -