মেষ

ব্যবসায় বা কর্মক্ষেত্রে একটু চিন্তা-ভাবনা করে পা বাড়ানোই ভাল অর্থনাশের সম্ভবনা । সারাদিন কিছু না কিছু শারীরিক সমস্যা লেগে থাকবে । বিদ্যার্থীদের উচ্চশিক্ষার যোগ রেয়েছে। অযথা হয়রানির শিকার হতে পারেন ।
বৃষ

কর্মক্ষেত্রে যে কোনও কারণে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি । যাঁরা সঙ্গীতের সঙ্গে যুক্ত তারা অধিক সাফল্য লাভ করবেন । শরীর নিয়ে একটু ভোগান্তি থাকবে। নতুন কোনও কাজের সঙ্গে যুক্ত না হওয়াই ভাল ।



মিথুন

বিলাসিতা বা দূরে কোথাও ভ্রমণের জন্য অর্থনাশ। সংসারে দাম্পত্য কলহে বাধার আশঙ্কা। কর্মযোগ ভাল থাকবে । আত্মীয় স্বজনদের ব্যবহারে মনে অশান্তি থাকবে। পেটের সমস্যা হতে পারে ।




কর্কট

আজ ব্যবসায় নতুন কোনও লগ্নি না করাই ভাল । গোপন শত্রু আপনার ক্ষতি করতে পারে । সম্পত্তি কেনাবেচার পক্ষে দিনটি শুভ । উচ্চশিক্ষা লাভ । মা-বাবার শরীর নিয়ে চিন্তা।




সিংহ

নিজের কোনও গুণের দ্বারা আত্মীয় স্বজনের মন জয়। আজ সারাদিন অতিরিক্ত সতর্কে চলাফেরা করুন। রক্তপাতের যোগ আছে । বন্ধুর সান্নিধ্যে থাকুন, বন্ধুর সাহায্যে উপকার পাওয়ার আশা আছে ।




কন্যা

কর্মক্ষেত্রে সহকর্মীদের ব্যবহারে মনে সুখ। সোনা বা রুপো জাতীয় কোনও দ্রব্য লাভের সম্ভাবনা আছে । ভুল পদক্ষেপ নেওয়ার ফলে অর্থনাশের আশঙ্কা দেখা যাচ্ছে । সাধু-সঙ্গে মনে সুখ ।




তুলা

কর্মের জায়গায় বিবাদের সৃষ্টি হতে পারে, বুঝে চলুন । ভ্রমণের কথা না ভাবাই শ্রেয়, যাত্রা অশুভ । পরিবারে একটু সংযত হন না হলে পারিবারিক অশান্তি হতে পারে । ছেলে-মেয়েদের সাফল্যে আনন্দ ।




বৃশ্চিক

ভাই ও বোনদের থেকে আজকে সুনাম পেতে পারেন । কর্মে বা ব্যবসায় যতই মনোযোগ দিন না কেন নৈরাশ্য জুটবে । প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি বিশেষ শুভ। হস্তশিল্প শুভপ্রদ ।




ধনু

ব্যবসায় বাড়তি টাকা লাগাতে পারেন, শ্রীবৃদ্ধির যোগ আছে । বিশেষ কোনও কাজের সুযোগে বিদেশ ভ্রমণ হতে পারে । স্বাস্থ্য ভাল-খারাপ মিশিয়ে কাটবে । রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।




মকর

চাকুরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতির বিশেষ শুভ যোগ আছে । যে কোনও ব্যবসায় লাভের আশা রাখা যায়। পরিবারের দিক থেকে দিনটি অশুভ। বাড়িতে আত্মীয় আসতে পারে ।




কুম্ভ

কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ ঘটতে পারে, খুব সংযত বাক্যে কথা বলাই শ্রেয় । বাবার কোনও ব্যবহারে মনে পীড়া সৃষ্টি করতে পারে । সন্তানদের দিকে মনোযোগ রাখুন, চিন্তা বাড়তে পারে ।




মীন

নতুন কর্মের সঙ্গে যুক্ত হতে পারেন বা এক কথায় কর্ম পরিবর্তনের যোগ আছে। কারও কাছ থেকে উপকার না নেওয়াই, তার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভবনা । বেশি কথা না বলাই ভাল সম্মানহানি হতে পারে ।