মেষ
যে কোনও দিক থেকে আজ আপনার কাছে আনন্দ সংবাদ আসার প্রবল সম্ভাবনা রয়েছে।শিক্ষায় উন্নতি এবং খেলায় নৈপুণ্যতা। পড়ে থাকা কাজ শেষ হতে পারে। মৌলিক ও সৃষ্টিমূলক কাজে সাফল্য।
বৃষ
ব্যবসা বা কর্মে আগ্রহী ব্যক্তিদের উৎফুল্লতা বাড়বে। পারিবারিক শান্তি বজায় রাখতে আত্মত্যাগ। পুরনো পীড়া ফেলে রাখা ঠিক হবে না, পরে কষ্ট পাবেন। গৃহ নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়।
মিথুন
স্বাস্থ্য হানিতে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। স্বামী স্ত্রীর চেষ্টায় দাম্পত্য জীবনে অশান্তির অবসান। কর্মক্ষেত্রে গোলযোগ। দেরিতে হলেও উচ্চ শিক্ষার সুযোগ। কোনও কিছু চুরি হওয়ার আশঙ্কা।
কর্কট
পশু বা কীটপতঙ্গ থেকে নিজেকে দূরে রাখুন। বিমা ও শেয়ার সূত্রে অর্থপ্রাপ্তি। সন্তানদের আচরণে সংসারে অশান্তি। কর্মক্ষেত্রে সহকর্মীর দ্বারা অর্থ আগমনের সুযোগ।
সিংহ
ব্যবসায় বিনিয়োগে সাফল্য বৃদ্ধি। বাবা মাকে নিয়ে স্বাস্থ্যকর স্থানে ভ্রমণ। অপ্রিয় সত্যি কথা বলায় বিরাগভাজন হতে পারেন। সাধু সজ্জনের সেবায় মনে শান্তি। প্রেমে জট।
কন্যা
কর্ম ক্ষেত্রে উন্নতির সূত্রে সম্মান ও সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি। প্রেম প্রণয়ে আকস্মিক ধাক্কা আসতে পারে। পিঠের ব্যথায় দুর্ভোগ। সাধু সন্ন্যাসী ও ধর্ম শাস্ত্র চর্চায় অগ্রগতি ও শান্তি।
তুলা
আজ সারা দিন খুব বুঝে কথা বলুন। অবৈধ কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কর্মস্থানে সমস্যার সমাধান। প্রিয়জনের স্বাস্থ্যের উন্নতি। জলপথে ভ্রমণে ভয়।
বৃশ্চিক
জটিলতা সত্ত্বেও কর্মে উন্নতি ও প্রতিপত্তি বৃদ্ধি। মামলার ফল অনুকূলে যাওয়ার সম্ভবনা। আপনজনের সঙ্গে ভ্রমণের সুযোগ আসতে পারে। কল্যাণমূলক কাজে শ্রমদানে শান্তি লাভ।
ধনু
কোনও তীর্থস্থানে বা ধর্ম অনুষ্ঠানে ব্যয় হতে পারে। গুরুজনের ব্যবহারে সংসারে অশান্তি। ব্যবসার সূত্রে আর্থিক উন্নতি। বেশি কথা না বলাই শ্রেয়। নিম্নাঙ্গের পীড়ায় দুর্ভোগ।
মকর
রাজনৈতিক কাজে প্রভাব বৃদ্ধির সম্ভবনা।চুরির ফলে আর্থিক ক্ষতির ইঙ্গিত। বিষয় সম্পত্তি রক্ষায় স্বজনের সহায়তা। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তার কারণ নেই। লটারি ও ফাটকায় প্রাপ্তিযোগ।
কুম্ভ
সকলের সঙ্গে বুঝে কথা বলুন। শত্রু বৃদ্ধির সম্ভবনা। উপার্জন বাড়তে পারে। মা বাবার শারীরিক উন্নতি। পড়ে থাকা কাজ উদ্ধার। জ্বর জ্বালায় ভোগান্তি।
মীন
অনেক দিনের পড়ে থাকা টাকা ফেরত্ পাওয়ার সম্ভাবনা। স্বামী স্ত্রীর চেষ্টায় সংসারে ঝুট ঝামেলার অবসান। অপ্রিয় সত্যি কথা নিজের মধ্যেই রাখা ভাল। গৃহক্রয়ের শুভ যোগ।
আজকের রাশিফল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 May 2016 01:11 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -