মেষ
অপ্রত্যাশিত কোন কাজের সুযোগ মিলতে পারে। প্রিয়জনের বিরূপ আচরণে পরিবারে অশান্তি। গুরুজনের আকস্মিক স্বাস্থ্য খারাপের জন্য মনে চিন্তা। অপ্রত্যাশিত কোন প্রাপ্তিতে হতবাক হতে পারেন।
বৃষ
কর্মক্ষেত্রে অশান্তির অবসান। ব্যবসার দিকে ভাল ফলের আশা করা যায়। বাড়িতে অনেক লোকের আগমন। সম্পত্তি কেনার ভাল সময় আসছে সন্তানের চিন্তা বাড়বে।
মিথুন
অনেক দিনের পর কাজের স্থানে সুনাম বাড়তে পারে। বাড়ি জমি বিক্রয়ের সুযোগ আসতে পারে। বিবাহ জীবনে অশান্তি আসতে পারে। জলপথের ভ্রমণ ভাল হবে না।
কর্কট
জ্ঞাতির সঙ্গে পুরনো বিবাদ মিটে যেতে পারে। কাজের লোকের কারচুপিতে ব্যবসায় লোকসান। পেটের সমস্যা বাড়তে পাড়ে। পড়াশোনাতে মনযোগ বাড়তে পারে।
কর্কট
জ্ঞাতির সঙ্গে পুরনো বিবাদ মিটে যেতে পারে। কাজের লোকের কারচুপিতে ব্যবসায় লোকসান। পেটের সমস্যা বাড়তে পাড়ে। পড়াশোনাতে মনযোগ বাড়তে পারে।
সিংহ
শরীরের দিকে নজর দিন। অপর লোকের জন্য চিন্তা হতে পারে। অসাবধানতায় মূল্যবান বস্তু চুরি হতে পারে। কাজের স্থানে সমস্যা মিটে যেতে পারে।
কন্যা
আজ কোন প্রকার আশা ভঙ্গের যোগ আছে। বুদ্ধি স্থির রেখে কাজের স্থানে বিপদের মোকাবিলা করুন। বেশি কাজের জন্য শরীর ও মন দুই খারাপ থাকবে। বুঝে কথা বলুন।
তুলা
কাজের বিশেষ সুনাম হবে না। কাজের স্থান পরিবর্তনের চিন্তা। গুরুজনের শরীর নিয়ে ব্যস্ত। স্বামী-স্ত্রীয়ের ভিতর অশান্তি বাড়তে পারে। নাক, কান ও গলার রোগ বৃদ্ধি পাবে।
বৃশ্চিক
নিজের দুর্বুদ্ধিতার পরিচয় পেতে পারেন। বাড়িতে চুরি হতে পারে, সাবধান। রাতের পর শুভ সময় ফিরতে পারে। অতিথি আসার সময় তৈরী হয়েছে। পেট নিয়ে সমস্যা।
ধনু
হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে। কাজের জায়গায় কিছু অসুবিধা হতে পারে, বন্ধুর ব্যবহারে নিরানন্দ সৃষ্টি হতে পারে। ছোটদের বিদ্যার সময় ভাল। পুজা পাঠে মনের আনন্দ।
মকর
লোকের মিথ্যা কথায় মনের কষ্ট বৃদ্ধি পাবে। ধিরে চলাচল করুন আঘাত লাগতে পারে। বাড়িতে বাহিরের লোকের উৎপাত বৃদ্ধি। আয় ব্যয় এর সমতা ঠিক থাকবে না।
কুম্ভ
সংসারে অশান্তি বাড়তে পারে। সন্তানের জন্য টাকা-পয়সা খরচ। বাড়িতে শুভ অনুষ্ঠানের যোগ আছে। অতিরিক্ত রাগের জন্য ভাল কিছু হাতছাড়া হতে পারে। পড়াশোনাতে ভাল ফলের আশা করা যায়।
মীন
আজকে টাকা হাতে আসতে পারে। বিবাহ জীবনে সমস্যা আসতে পারে। হাতের কাজে সুনাম বাড়বে। শরীরে বিভিন্ন রকম সমস্যা বাড়তে পারে। মাথা গরম থেকে সাবধান।