মেষ
চাকুরিজীবীদের জন্য দিনটি অনুকূল। রাস্তাঘাটে ধীরে চলুন, আঘাত লাগার সম্ভাবনা।অকারণে খরচ হতে পারে।নিজের উৎসাহে নতুন কাজ সৃষ্টি। প্রেমের দিকে শুভযোগ রয়েছে।
বৃষ
বিভিন্ন দিক দিয়ে কর্মে বাধা পড়বে, বুদ্ধি করে চলুন। মামলা-মোকদ্দমা থেকে এড়িয়ে চলুন। দিনটি খুব একটা ভাল যাবে না। ব্যবসায় বেশি টাকা পয়সা না লাগানো ভাল হবে।
মিথুন
নানা দিক থেকে অর্থ আসার শুভযোগ আছে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি আসতে পারে। ভাল কাজ করেও বদনাম আসতে পারে। বুদ্ধিভ্রম ও পরিকল্পনায় ভুলের জন্য কর্মক্ষেত্রে অশান্তি।
কর্কট
হঠকারিতার সঙ্গে কোন সিদ্ধন্ত নেবেন না। স্থির মস্তিষ্কে কাজ করুন তাতে সফল হবেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর ফলে মনে শান্তি লাভ।ব্যবসায় আয় বৃদ্ধি।
সিংহ
ব্যবসায় বিনিয়োগ করার ভাল ফল পাবেন। বাবা মাকে নিয়ে স্বাস্থ্যকর স্থানে ভ্রমণ। অপ্রিয় সত্যি কথা বলায় বিরাগভাজন হতে পারেন। সাধু-সজ্জনের সেবায় মনে শান্তি। প্রেমে জটিলতা।
কন্যা
কর্মক্ষেত্রে নিজের বুদ্ধিতে সুনাম ও খ্যাতি বৃদ্ধি। কোন যানবাহন না চালানোই ভালো, রক্তপাতের যোগ আছে। মুখ মিষ্টতার ফলে ব্যবসায় উন্নতি। আত্মীয়দের সঙ্গে মতবিরোধ।
তুলা
আইনজীবীদের জন্য দিনটি বিশেষ উপযোগী। কোনও কিছু চুরি যাওয়ার সম্ভাবনা। কোনও বিশেষ কারণে আপনার ব্যবহারে বদল আসবে। অনেক দিনের পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে।
বৃশ্চিক
ব্যবসায় উচ্চ লাভের আশা রাখতে পারেন। স্বামী-স্ত্রী মধ্যে অশান্তি। বিষয়-সম্পত্তি নিয়ে ভাই বোনদের সঙ্গে মনোমালিন্য। হৃদরোগ বা যৌন রোগে ভোগান্তি।
ধনু
প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য দিনটি খুব শুভ। কোনও বিশেষ কারণে বাড়িতে শোকের ছায়া নামতে পারে। দিনের শেষে আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। প্রেমের দিক থেকে শুভ।
মকর
কর্মক্ষেত্রে সহকর্মীর দ্বারা উপকৃত। ভুল সিদ্ধান্তে আত্মীয় স্বজনদের সঙ্গে ঝগড়া হতে পারে। আধ্যাত্মিক মনোনয়নে মনে শান্তি বিস্তার। সৃষ্টিমূলক কাজে মনোযোগ ও সাফল্য।
কুম্ভ
নতুন কোনও কাজ শুরু করার শুভ যোগ রয়েছে। চাকুরিজীবীরা নতুন কোনও চুক্তি করতে পারেন। আইন সংক্রান্ত কাজে অস্থিরতা বাড়বে। আলসার জাতীয় রোগে ভোগান্তি।
মীন
জ্ঞানী ব্যক্তির পরামর্শে ব্যবসায় উন্নতি। মা-বাবাকে নিয়ে তীর্থস্থানে ভ্রমণ। কু-চক্রান্তে পড়ে সংসারে শান্তি ভঙ্গ। বাড়িতে অতিথিদের সমাগম। সন্তানের জন্য মুখ উজ্জ্বল।