মেষ
পুরনো কাজ খুব ভাল প্রসার লাভ করবে। ব্যবসার জন্য আজ শুভ দিন। আজ লোকের ভালবাসার পাত্র হয়ে ওঠার সম্ভাবনা। সম্পত্তি ক্রয় নিয়ে বাড়িতে বিবাদ। পেটের কষ্ট বাড়তে পারে।
বৃষ
আজ বাড়িতে কোনও প্রকার বিপদ আসতে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। ভরণপোষণ নিয়ে প্রিয়জনের সঙ্গে বিবাদ। শরীরের দিকে একটু নজর দিন।
মিথুন
বাড়িতে পুজা-পাঠের জন্য মনের শান্তি। পড়াশুনাতে সাফল্য লাভ। প্রিয়জনের কাছে থেকে আজ দুঃখ পেতে পারেন। অর্থিক ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।
কর্কট
আগুন থেকে সাবধান থাকুন। শত্রুর প্রস্তাব নিয়ে খুব ভাল ভাবে চিন্তা করে কাজ করবেন। মনের চঞ্চলতার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। কর্মস্থলে বিবাদ মিটতে পারে।
সিংহ
আজ বাড়িতে অশান্তির কারণে মনে একটা উদ্বেগ থাকবে, ভুল সিদ্ধান্তের জন্য লোকের কাছে হেনস্থা। স্ত্রীর ব্যবসা থেকে লাভ। নতুন কোনও ক্ষেত্রে টাকা লাগালে ক্ষতি হতে পারে।
কন্যা
মাথায় আঘাতে রক্তপাতের সম্ভাবনা। ব্যবসায় ঝুঁকি নেবেন না। কর্মসূত্রে দূরে ভ্রমণ করতে হতে পারে। প্রেমের ব্যাপারে কিছু লাভ হতে পারে। ভাই-বোনে সম্পত্তি নিয়ে বিবাদ।
তুলা
যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন তাদের সাফল্যের চাবিকাঠি খুলতে চলছে। রাস্তায় বিপদে পড়তে পারেন। ব্যবসার উন্নতির সময় আসছে। সন্তানকে আজ বকাবকি করবেন না।
বৃশ্চিক
প্রিয়জনের সম্পর্কে কোনও খারাপ খবর শুনতে পারেন। রাজনৈতিক নেতাদের সন্মান বাড়তে পারে। শত্রু ভয় মনে বাসা বাঁধতে পরে। প্রিয় বন্ধুর কাছে ভাল উপদেশ পেতে পারেন।
ধনু
শরীরিক সমস্যার কারণে কর্মস্থলে অশান্তি। উচ্চপদস্থ কোনও ব্যক্তির কাছে থেকে চাপ বাড়তে পারে। নতুন ব্যবসার জন্য মনে ভয় থাকবে। বাড়তি লাভের আশায় হঠকারী সিদ্ধান্ত নিলে ভুল হবে।
মকর
চলাফেরাতে আঘাত লাগতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা। রক্তচাপ বৃদ্ধির সমস্যা দেখা দিতে পারে। কুঠির শিল্প জাতীয় ব্যবসায় স্বল্প ক্ষতির সম্ভাবানা। প্রেমে বিবাদ হতে পারে।
কুম্ভ
অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে ক্লান্তি ভাব। দিনটি আজ খুব ভাল যাবে না। পরিবারে কোনও শুভ খবর আসতে পারে। ভাল কাজের সুনাম পাবেন না। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে।
মীন
প্রেমে বিবাদ ও বদনাম বাড়তে পারে। অন্যমনস্কতায় কাজের ভুল হতে পারে সংসারের অশান্তির জন্য মনে বিষণ্ণ ভাব। শত্রু বৃদ্ধির জন্য মনের চাপ বাড়তে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করতে পারেন।