মেষ
সারাদিন মনে একটা বিষণ্ণতা কাজ করবে । খবু সাবধানে চলাফেরা করুন আঘাত লাগতে পারে ।কর্মস্থলে কোনও প্রকার কলহ বাঁধতে পারে । পিতার সঙ্গে কোনও বিষয় নিয়ে আলোচনা ।
বৃষ
পুরাতন কোনও রোগ বৃদ্ধি পেতে পারে। নিজের বুদ্ধির জন্য কোন ক্ষতি হতে পারে । শরীর নিয়ে কোনও প্রকার কষ্ট বাড়তে পারে । সম্পতি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাধ ।
মিথুন
মাথার যন্ত্রণাতে কষ্ট বাড়তে পারে, ব্যবসাস্থলে কোনও প্রকার ঝামেলা বাড়তে পারে। রক্তপাতের সম্ভবনা। প্রিয়জনের সঙ্গে বেশি তর্কে যাবেন না। কুকুর থেকে সাবধান।
কর্কট
রাস্তাঘাট ধীরে চলুন আঘাত লাগতে পারে, স্ত্রীর জন্য মনের শান্তি পাবেন না। কোনও সঞ্চয় থেকে লাভ আসতে পারে। বাড়িতে কোনও অতিথির আগমন।
সিংহ
আজ সকলের সঙ্গে কথা বুঝে বলুন নাহলে আপমানিত হোতে পারেন। কর্মস্থলে বাধা আসতে পারে। ধীরে রাস্তাঘাট চলাচল করুন তবে অর্থ লাভের একটা যোগ আছে কিছু আসতে পারে।
কন্যা
ভাল কাজগুলো করে নিন সব দিকে শুভ যেগাযোগ আজ তৈরি । লটারি ও ফটকা প্রাপ্তি হতে পারে, প্রিয়জনের শরীর নিয়ে চিন্তা । ব্যবসায় টাকা পয়সা বাড়াতে পারেন। রক্ত চাপ বৃদ্ধি।
তুলা
ভাই-বোনের সঙ্গে অশান্তি বাড়তে পারে। ছেলেমেয়েদের জন্য প্রেম-প্রণয়ে দিনটি খুব ভাল । নানা দিক দিয়ে অর্থ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক মধুর হবে।
বৃশ্চিক
ব্যবসায় আয় বাড়বে। রোগের পরিমাণ বাড়বে। উচ্চশিক্ষার সুফল একটু দেরীতে পাবেন। গুরুজনের দ্বারা বড় সমস্যা সমাধান। সন্তান নিয়ে চিন্তা। বাড়িতে অতিথির আগমন হতে পারে ।
ধনু
–পুলিশের ঝামেলা থেকে সাবধান। কোনও লোক বা বন্ধুর কাছ থেকে প্রতারিত হবেন। আইনি ব্যবস্থা এড়িয়ে চলুন। কর্মচ্যুত হতে পারেন। বন্ধুর জন্য ভাল কাজ করে বদনাম আসতে পারে ।
মকর
মহা সুখ-শান্তিতে জীবন কাটবে। সন্তান নিয়ে গর্ব করতে পারবেন। ব্যবসায় বেশি বিনিয়োগ করলে পতন। অর্থ লাভের রাস্তা তৈরি হবে। শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে।
কুম্ভ
ধর্ম পথে যাওয়া ও ধর্ম কথা আলোচনাতে মনের শান্তি,শ্বাপদ কেনাবেচার ভাল দিন। বিলাসিতা বা সুখের জন্য অর্থ খরচ । ব্যবসার দিক ভাল বলা চলে। স্ত্রীর সাঙ্গে বিবাদ ।
মীন
শরীর খারাপে জন্য প্রচুর অর্থ নষ্ট। স্বজন বিয়োগ হওয়াতে মনোকষ্ট। প্রিয়জনের শরীর নিয়ে চিন্তা ও চাপ বাড়বে।গুরুজনের সঙ্গে মতবিরোধ তৈরি হবে। পড়াশুনাতে ভাল ফল।