মেষ শরীরে কোনও রোগের কারণে দূর্বলতা আসতে পারে। স্ত্রী কোনও ব্যবসা করলে তাতে লাভ ভাল হবে। কর্মসূত্রে বাড়ির বাইরে যেতে হতে পারে। নতুন কোনও লোকের সঙ্গে পরিচয়।     বৃষ কোনও বন্ধুর বিপদে আজ সাহায্য না করতে পারার জন্য মনোকষ্ট। সংসারের ঝগড়া-বিবাদের জন্য মনের দিক থেকে ভেঙে পরতে পারেন, গুরুজনের জন্য বিপদ উদ্ধার।     মিথুন নিজের ইচ্ছা মতো কাজ করবার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। ভুল চিকিৎসার জন্য রোগ বৃদ্ধি। শত্রুর চাপে দূর্বল হতে পরেন। বাড়ির বাইরে কোনও ঝগড়াতে জড়িয়ে পরতে পারেন।     কর্কট ব্যবসার জন্য সময় ভাল হবে না। কোনও প্রিয়জনের কথায় মনে আঘাত লাগতে পারে। ব্যাঙ্ক থেকে ঋণ পেতে পারেন। অচেনা লোকের থেকে সাহায্য পাবেন, রক্তচাপ বৃদ্ধি।     সিংহ আত্মীয়ের থেকে ভালবাসা পাবেন প্রচুর, বিবাহে বাধা আসতে পারে। ব্যবসাদারের সঙ্গে বিবাদ, প্রেমের জন্য সময় ব্যয়। ধর্ম অনুষ্ঠান নিয়ে চিন্তা।     কন্যা বাড়িতে পূজা পাঠের জন্য গুরুদেবের সঙ্গে আলোচনা। পেটের কষ্টের জন্য কর্মে ব্যঘাত। ফটকা ব্যবসায় আজ ক্ষতি হতে পারে। বাড়িতে অনেক অতিথি আসতে পারে।     তুলা আজ সকাল থেকে মনের ভিতর একটা অজানা আনন্দ থাকবে। জল পথে ভ্রুমণ না করাই ভাল। ব্যবসার শুভ সময়ের জন্য সঞ্চয় বৃদ্ধি। অপ্রিয় সত্য কথা বলবার জন্য বিবাদ।     বৃশ্চিক অনেকদিন বাদে আজ একটা সাফল্যের দিক দেখা যাচ্ছে। গুরুজনের হাত ধরে বিপদ থেকে মুক্তি, ভুল করে কোনও বাজে কাজ করে ফেলবেন। পরের কথায় বাড়িতে অশান্তি।     ধনু আজ ভাল কাজের প্রচেষ্টা করতে পারেন। শরীরের ব্যধিকে মনের ব্যধি হতে দেবেন না। সন্তানের জন্য মনের কোনও চাপ বাড়তে পারে। স্বজনদের সঙ্গে মতবিরোধ হতে পারে।     মকর প্রেমের ব্যপারে কোনও দুঃখ আসতে পারে, সুযুক্তির জোরে বিতর্কে জিততে পারবেন। কোনও বন্ধুর উপকার করতে গিয়ে উপহাস জুটতে পারে। কর্মে নতুন চেষ্টায় বিফলতা বাড়বে।     কুম্ভ বাড়িতে কোনও কাজের জন্য হতবাক হতে হবে। বাড়িতে সম্পতি নিয়ে সমস্যা বাড়তে পারে। কাজের স্থান থেকে দূরে বদলি হতে পারেন। বাজে কাজে সময় নষ্ট হবে।     মীন অপরকে দিয়ে কোনও কাজ করাতে পারবেন। বাড়ির লোকের ভাল ব্যবহারের জন্য কাজে উৎসাহ লাভ। কোনও মহিলার ব্যপারে চিন্তা বাড়তে পারে । পিতার জন্য মনে চাপ বাড়তে পারে।