মেষ
আজ কোনও বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে। নিজের কোনও ন্যায্য প্রাপ্তিতে বাধা। কর্মস্থলে বদনাম হতে পারে। ব্যবসার দিক মধ্যম প্রকার থাকবে।
বৃষ
শত্রুর জন্য আপনি খুব অপদস্থ হতে পারেন। বন্ধুর সাহায্য আজ বিপদে পাবেন। শিল্পীদের সুনাম বাড়তে পারে। কর্মক্ষেত্রে পরিকল্পনার ত্রুটি হতে পারে।
মিথুন
ভ্রুমণে আজ খুব দূরে না যাওয়াই ভাল হবে। কোনও কিছু ভোগ করবার ইচ্ছা বাড়বে প্রবল। পাওনা থেকে বঞ্চিত হতে, ডাক্তার খরচ বাড়তে পারে।
কর্কট
ভাইয়ের কোনও বিপদে জন্য মানসিক চাপ। খেলাধূলাতে সুনাম অর্জন। আত্মীয়র সঙ্গে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। মূল্যবান বস্তু প্রাপ্তি হতে পারে।
সিংহ
হাঁপানির প্রকোপ বাড়বার জন্য কাজের ক্ষতি। প্রবাসী বন্ধুর খবর আসতে পারে। ভাল কাজে বাধা। ব্যবসার দিকে একটু চাপ। পিতার সঙ্গে তর্ক হতে পারে।
কন্যা
পেটের যন্ত্রণাতে কষ্ট বৃদ্ধি। মানসিক চঞ্চলতা অনেক বৃদ্ধি পাবে। প্রতিবেশীর সঙ্গে কোনও প্রকার বিবাদ বাধতে পারে। কর্মস্থলে চাপ বাড়তে পারে।
তুলা
সংসারের শান্তির জন্য চেষ্টা। কাজের চাপে শরীরের দূর্বলতা বৃদ্ধি পেতে পারে। পড়াশুনার জন্য বিদেশ ভ্রমণ হতে পারে। আবেগের জন্য চাপ বাড়তে পারে।
বৃশ্চিক
আজ আপনার দ্বারা কোনও ভুল কাজ হতে পারে। অর্থ নিয়ে কোনও চাপ বাড়তে পারে। নতুন কোনও বন্ধু হতে পারে। পায়ে কোনও প্রকার আঘাত লাগার সম্ভাবনা।
ধনু
কাজের অনুশীলনের জন্য সুনাম বৃদ্ধি, বাড়িতে প্রচুর আত্মীয়ের আগমন। লটারিতে কোনও প্রাপ্তি হতে পারে। শত্রুর জন্য ব্যবসার ক্ষতি। কর্মচারী নিয়ে চিন্তা বাড়তে পারে।
মকর
প্রেমে বাধা আসতে পারে। সংসারের চাপের জন্য বিবাদ। বিবাহিত জীবনে শান্তির সময়। ভাল কাজের জন্য সুনাম বাড়তে পারে। শরীরে যন্ত্রণার জন্য কষ্ট পেতে পারেন।
কুম্ভ
উচ্চাশা বৃদ্ধির জন্য মন কষ্ট। বাতের ব্যথা বাড়তে পারে। শুভ সংবাদ আসতে পারে। আবেগের জন্য কোনও বিপদ আসতে পারে। আয় বৃদ্ধি হবার জন্য শত্রু বৃদ্ধি।
মীন
সকালের দিকে কোনও ক্ষতির জন্য মন কষ্ট। কোনও ভয় মনে আসতে পারে কাজের দিকে সন্মান বৃদ্ধিৃ। প্রিয়জনের শরীর নিয়ে চিন্তা। ব্যবসার জন্য চিন্তা বাড়তে পারে।
আজকের রাশিফল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Aug 2016 01:10 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -