মেষ
খেলাধূলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাফল্যের সময়। কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন। আজ কোনও ভুল কাজের জন্য পস্তাবেন। সন্তানদের ব্যপারে খুব সতর্ক হওয়া প্রয়োজন।
বৃষ
ব্যবসায় অপ্রত্যাশিত লাভ দেখে মনে শান্তির উদয়। আপনি যে কাজ করতে ভালবাসেন সেই কাজে লিপ্ত হবেন। কারোর সঙ্গে দেনাপাওনা নিয়ে অশান্তি। হাতে আঘাত লাগার সম্ভাবনা।
মিথুন
সহকর্মীদের জন্য কর্মক্ষেত্রে অপবাদ মিলবে। স্ত্রীর উপস্থিত বুদ্ধি আপনাকে অনেক জায়গায় বাঁচাবে। পুরনো ঝামেলা স্থিতিশীল হতে পারে। সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে।
কর্কট
বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন চোরের ভয় আছে। অর্থনৈতিক সমস্যার সন্মুখিন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন।
সিংহ
নিজের স্ত্রীর সঙ্গে ভাল ব্যবহারে কর্ম উদ্ধার।নিয়মের কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন। পিতার সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভবনা। আজ ঘরে বাইরে সামঞ্জস্য নাও হতে পারে।
কন্যা
আত্মীয়ের সঙ্গে দুর্ব্যবহারে মনস্তাপ সৃষ্টি হতে পারে। কাউকে ঋণ না দেওয়াই ভাল হবে। আর্থিক সমস্যা না থাকলেও অর্থ নিয়ে চিন্তা থাকবে। কর্মচারীকে বিশ্বাস করলে ক্ষতি।
তুলা
আজ হঠাৎ কোনও বিপদ আসতে পারে খুব সাবধান। সন্তানকে প্রচুর বুঝিয়ে আয়ত্ত্বে আনতে হবে। খুব দরকারি কাজ কোনও কারণে ঘেটে। প্রতিদ্বন্দ্বিতামূলক কাজে সাফল্য।
বৃশ্চিক
শুভ কোনও চিন্তা মাথায় থাকলে সেটা কাজে লাগানোর ভাল সময়। শত্রু পক্ষকে দূর্বল ভাবলে খুব ভুল হবে। কিছু কিছু কাজে ভাগ্য সঙ্গ দেবে না। সন্ধ্যার পর জটিলতা বৃদ্ধি।
ধনু
আজ কর্মক্ষেত্র ও সংসারে খুব শুভ না হলেও মিশ্রফল থাকবে। কোনও অভিজ্ঞ ব্যক্তির উপদেশ মেনে চলুন। অন্যে ঝামেলা কাঁধে না নিয়ে এড়িয়ে চলাই শ্রেয়। আজ মনের মতো সঙ্গী পেতে পারেন।
মকর
অসৎ সঙ্গে পড়ে অর্থ নাশ হতে পারে। আজ সন্তানকে সহযোগিতা করতে পেরে মনে শান্তির উদয়। কাজের অগ্রগতি থেমে যেতে পারে।শরীরটা একটু খারাপ হতে পারে।
কুম্ভ
এমন কিছু ঘটনা ঘটতে পারে যা মেনে নেওয়া কঠিন। সংসারের খরচের জন্য মানসিক চাপ বৃদ্ধি। বাড়ির সকলের সঙ্গে ভ্রমণ সম্ভাবনা। গুরুতে ভক্তি থাকায় মনে আনন্দ। অর্থ ব্যবস্থা মধ্যম।
মীন
বাড়িতে অতিথি আসার যোগ আছে। স্ত্রীর সঙ্গে আলোচনাতে সাফল্য। কর্মস্থলে উচ্চপদস্থ বক্তির সাহায্য লাভ করবেন। রোগের জন্য চিন্তা বাড়তে পারে। ব্যবসার জন্য চাপ বাড়তে পারে। সন্তান নিয়ে চিন্তা থাকবে।
আজকের রাশিফল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Aug 2016 01:19 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -