মেষ
সারাদিন অর্থ ব্যয়ের পরিমান গতকালের থেকে বাড়তে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে। সংসারে শান্তি বজায় থাকবে। অপরের উপকার করতে গিয়ে বিপদ।
বৃষ
পরিবারে সমস্যার জন্য কর্মে ব্যঘাত। আত্মীয় আগমনে খরচ বাড়তে পারে। কাজের শুভ পরিনাম পেতে চেষ্টা করত হবে। ব্যবসার জন্য নতুন ব্যবস্থা নিতে হবে। পেটের সমস্যা বাড়তে পারে।
মিথুন
বাড়ি থেকে বেড় হবার আগে ঠাকুরের নাম করুন, বিপদের সম্ভাবনা। কাজের উৎসাহ পাবেন। শত্রুর জন্য আইনের ব্যবস্থা নিতে হতে পারে। বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। পিতার সঙ্গে আলোচনা।
কর্কট
খুব বেশী উদাসীন থাকার কারণে ভাল কাজ হাতছাড়া হতে পারে। নিজ ভুলের জন্য প্রেমে অপমান। ব্যবসার জন্য চিন্তা বাড়তে পারে, স্ত্রীয়ের সঙ্গে ছোট কথা নিয়ে অশান্তি।
সিংহ
অপরের কষ্ট দেখে মনে বৈরাগ্যর উদয়। অপরের থেকে লাভের সম্ভাবনা। ব্যবসার দিকে শুভ ফলের আশা রাখতে পারেন। দূরে ভ্রমণের আলোচনা।
কন্যা
মনের চঞ্চলতার জন্য মানসিক চাপ বাড়তে পারে। শরীর নিয়ে আজ একটু কষ্ট পাবেন। বিবাহ জীবনে অশুভ সংকেত। ব্যবসার জন্য অন্যত্র যেতে হতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে।
তুলা
কোন তৃতীয় ব্যাক্তির জন্য সংসারে সুখের ব্যঘাত। ব্যবসার দিকে বাধা বাড়তে পারে। আইনি কাজ ভাল হবে। সন্তানের জন্য শুভ ফল পাবেন। রক্ত চাপ নিয়ে চিন্তা।
বৃশ্চিক
উদ্বেগ বৃদ্ধি পাবার জন্য কাজের ক্ষতি। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে চাপ বৃদ্ধি। সংসারে শান্তি আসবে। বিদেশে যাবার সুযোগ মিলতে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা।
ধনু
আজ মনে একটু বিষণ্ণ ভাব বাড়তে পারে। নিজের মতে চলবার জন্য অশান্তি বৃদ্ধি। শুভ কাজে বাধা বাড়তে পারে। বাঁকা পথে আয় কাজে বাধা, চাকুরীর স্থানে কাজের চাপ বাড়তে পারে।
মকর
বন্ধুর প্রতি ভালবাসার উদয়। ব্যয় বৃদ্ধি পাবার জন্য সংসারে বিবাদ, স্বামী-স্ত্রীর চিন্তা বাড়তে পারে। জটিল কোন সমস্যার সমাধান। কাছে কোন স্থানে ভ্রমণ। আত্মীয়ের সাহায্যে মনে আনন্দ।
কুম্ভ
প্রতিবেশীর কাছে সম্মান নষ্ট হতে পারে। পিতার শরীর খারাপের জন্য মনের কষ্ট। ঠাণ্ডা লাগার জন্য ডাক্তারের খরচ বৃদ্ধি। সম্পত্তি কেনার সুযোগ হাতছাড়া হতে পারে। ব্যবসায় শত্রু বৃদ্ধি।
মীন
শরীরের অবনতি নিয়ে চিন্তা। ধর্মে আগ্রহ। ব্যবসার জন্য অধিক লাভ হতে পারে। লেখকদের জন্য ভাল খবর। থাইরয়েডের সমস্যা বাড়তে পারে। সংসারে শান্তির জন্য চেষ্টা করতে হবে।