মেষ

আজ সারাদিন খারাপ ভাল মিশিয়ে চলবে। বন্ধুকে নিয়ে আজ কোথাও না যাওয়াই ভাল । দালালি সংক্রান্ত কাজে উন্নতি। চলাফেরা খুব সাবধানে করুন। হাড়ের সমস্যায় ভুগতে পারেন।



বৃষ

উদার মনোভাব আপনার পরিবেশকে অনুকূল করবে। বড় কারও প্রভাবে কাজ সম্পূর্ণ হতে পারে। বিশেষ কোনও কাজ থাকলে সন্ধ্যার আগে শেষ করুন।





মিথুন

আজ বাড়িতে অহেতুক ঝামেলা হতে পারে। প্রেমের দিক থেকে আঘাত আসতে পারে। আত্মীয়দের সঙ্গে সাময়িক দূরত্ব বজায় রাখা ভাল। সন্তানদের বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে ।

 

কর্কট

ভুল পদক্ষেপ বা অসৎ সঙ্গে অর্থ ব্যয় হতে পারে। আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় সাফল্য লাভ।

 

সিংহ

অর্থ আগমনের কোনও বিশেষ সুযোগ এলে হাত ছাড়া না করাই ভাল। আইন সংক্রান্ত কাজে বাধা আসতে পারে। লটারিতে লাভ পেতে পারেন। মা-বাবার সেবা করুন।

 

কন্যা

ব্যবসায় অকারণে বাড়তি ব্যয় হতে পারে। সংসারে ভুল সিদ্ধান্তে বৈবাহিক জীবনে কষ্ট । দিনের শেষের দিকটা শুভ যাবে। বিদ্যার্থীদের পক্ষে দিনটি অনুকূল।

 

তুলা

নিজের মিষ্টি কথায় কর্মক্ষেত্রে কাজ উদ্ধার। রাস্তায় খুব সতর্ক থাকতে হবে দুর্ঘটনা ঘটতে পারে। চিকিৎসায় অর্থ ব্যয়ের সম্ভাবনা। পায়ের রোগে ভুগতে পারেন।

 

 

বৃশ্চিক

রাজনীতিবিদেরা বিপুল সম্মান অর্জন করবেন। হটকারিতার বশে কোনও কাজ না করাই ভাল। সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ।

 

ধনু

আপনার কোনও কাজ সকলকে চমকে দিতে পারে। কোনও কারণে ভয় পেতে পারেন। ব্যবসায় অবনতির আশঙ্কা। জলপথে ভ্রমণ না করাই ভাল।


মকর

আজ আপনার গৃহে কোনও মাঙ্গলিক কাজ হতে পারে। বুদ্ধির জোরে সহকর্মীর মন জয়। কর্মসূত্রে ভ্রমণের যোগ। অর্শ রোগীদের অসুস্থতা আরও বাড়তে পারে।

 

 

কুম্ভ

ভাল কাজ করা সত্ত্বেও কর্মস্থানে অপবাদ আসতে পারে। দাম্পত্য জীবনে অশান্তির আশঙ্কা। শিক্ষকদের পক্ষে দিনটি শুভ।

 

 

মীন

ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে দিনটি বিশেষ উপযুক্ত। লটারিতে আয় হতে পারে। নিজের ভুলের ফলে সংসারে অশান্তি।