মেষ

আজ কোন কাজের কারণে প্রচুর পরিশ্রম করতে হবে। অপর কোন লোকের কারণে ব্যয় বৃদ্ধি, ব্যবসা বৃদ্ধির জন্য দিনটি খুব ভাল। গঠন মূলক কোন কাজে উন্নতির যোগ।



বৃষ

শত্রুর জন্যে বড় ক্ষতি হতে পারে, সন্তানের ব্যাপারে অধিক চাপ বৃদ্ধি, পেটের কোন রোগ বাড়তে পারে, ব্যবসার জন্য স্থান পরিবর্তন। প্রেমের ব্যাপারে মনে আনন্দ।




মিথুন

বাড়িতে অনেক আত্মীয় নিয়ে কোলাহল। বাড়ি সাজানোর জন্য কোন ব্যয় বাড়তে পারে। চাকুরীর স্থানে উন্নতির যোগ। প্রিয়জনের ব্যবহারে মনে কষ্ট বৃদ্ধি। পড়াশোনা নিয়ে চিন্তা।




কর্কট

শুভ যোগাযোগের পক্ষে দিনটি খুব ভাল। সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি। চাকুরীর স্থানে ভাগ্য উন্নতির যোগ। পিতার শরীর নিয়ে কোন চিন্তা বাড়তে পারে। ঠাণ্ডা লাগার জন্য শরীরে কষ্ট।




সিংহ

বন্ধুর বিপদে পাশে থাকার জন্য মনে আনন্দ। বিবাহ জীবনে সুখের অনুভূতি। ব্যবসার দিকে শুভ ফলের ইঙ্গিত। গুরুজন ব্যক্তির সঙ্গে মতের অমিল। সমাজে সুনাম বৃদ্ধি।




কন্যা

পড়াশোনাতে ভীতি ভাব, ব্যবসার জন্য অনেক খরচ বাড়তে পারে। স্ত্রীয়ের জন্য মনের কষ্ট। আয়ের দিক ভাল বলেই আশা করা যায়। ভাই-বোনে ছোট ব্যাপারে বিবাদ। পুজো পাঠে আনন্দ।




তুলা

অযথা কোন অপমান আজ কপালে জুটতে পারে। অতিরিক্ত আয়ের ব্যাপারে একটু সাবধান। কাজের চাপের জন্য অপরের কোন কথা রাখতে পারবেন না। প্রেমে আনন্দ বৃদ্ধি।




বৃশ্চিক

কাজের জন্য বাহিরে যেতে হতে পারে। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ। রোগের চাপ বাড়তে পারে। কর্মস্থানে শুভ পরিবর্তন। সংসার নিয়ে বিশেষ চিন্তা। মায়ের জন্য কষ্ট।




ধনু

আজ কোন জটিল কোন সমস্যায় পরতে পারেন। সংসারে খুব একটা শান্তি থাকবে না। প্রেমের জন্য চাপ বৃদ্ধি। ব্যবসার জন্য সময় ভাল-মন্দের মধ‌্যে থাকবে। শত্রু নিয়ে একটু চিন্তা।




মকর

কাজে হেনস্থা হতে হবে। নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার। কাজের ভুলের জন্য অপমান। গুরুজনদের কোন কারণে আনন্দ বৃদ্ধি। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা। ব্যয় বৃদ্ধি।




কুম্ভ

আমদানি- রপ্তানি ব্যবসায় বহু লাভ, পাওনা আদায়ে দেরি। ভাল কাজে বাধা। সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা। মহাজনের সাথে বিশেষ আলোচনা। কোমরে যন্ত্রণা।




মীন

একটু সাবধানে চলুন রক্ত পাতের যোগ। ভ্রমণের আলোচনা বন্ধ রাখুন। শরীরের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় অর্থ ব্যয়। জেদের জন্য কোন ক্ষতি। পিতার সাথে কোন বিবাদ।