১৭ সেপ্টেম্বর, ২০১৬
মেষ
বাড়িতে আজ বিবাদের জন্য কাজে সময় নষ্ট হতে পারে। ব্যবসায় শুভ খবর আসতে পারে, অর্থ নিয়ে চিন্তা বৃদ্ধি। বাড়িতে অতিথির আগমন।
বৃষ
বিলাসিতার জন্য অযথা খরচ বৃদ্ধি, ব্যবসার জন্য নতুন পরিকল্পনা, আর্থিক সমস্যা মিটতে পারে। পাওনা আদায় হওয়ার যোগ।
মিথুন
নিজের প্রতিভা প্রকাশের ভাল সুযোগ পাবেন। শেয়ারে বা ফাটকা লাভ হতে পারে। বন্ধুর কারণে বিপদ উদ্ধারের আলোচনা। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা।
কর্কট
ভাল কাজে, সুনাম হতে পারে। বন্ধুমহলেবিবাদ। সাংসারিক কাজের জন্য সময় নষ্ট। ব্যবসায় ভাল ফল পাবেন, ডাক্তারের জন্য খরচ বাড়তে পারে।
সিংহ
বাড়িতে চুরির থাকে সাবধান। সম্পত্তি নিয়ে বিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে। ভ্রমণের জন্য কোন বিশেষ আলোচনা । অতিরিক্ত খরচের জন্য বাড়িতে বিবাদ, ব্যবসায় লাভ।
কন্যা
ব্যবসায় ব্যয় বৃদ্ধি, কমানোর আলোচনা। অর্থের ব্যাপারে সাহায্য পাবেন। সারাদিন কাজের জন্য খুব ব্যস্ত থাকতে হবে। বাড়তি আয়ের পথে যেতে পারেন। মহিলার জন্য সময় ব্যয়।
তুলা
আজ বিপদের সম্ভাবনা আছে। মনে অস্থির ভাব থাকার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। সম্পত্তির মামলায় সুফল পেতে পারেন। স্বামী-স্ত্রী কোন ব্যবসায় সাফল্য পেতে পারেন।
বৃশ্চিক
আজ ভাল কাজে আশাভঙ্গ হতে পারে। কাজের জন্য বদনাম হতে পারে। পিতার জন্য বিশেষ চিন্তা বাড়তে পারে। বাড়িতে অতিথি আসতে পারে।
ধনু
ব্যবসার দিকে উন্নতি, চাকুরীর স্থানে সুনাম। স্ত্রীর জন্য ডাক্তারের খরচ বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় চুরি থেকে সাবধান। ভাই বোনের সম্পত্তি নিয়ে কোন প্রকার বিবাদ।
মকর
বাড়িতে কোন শোকের খবর আসতে পারে। ব্যবসায় শত্রুর থেকে সাবধান। পড়াশোনাতে সাফল্য আসতে পারে। বাড়িতে কোন সম্পত্তি নিয়ে খরচ বাড়তে পারে। রক্ত চাপ বৃদ্ধি।
কুম্ভ
শরীরের জন্য কাজের ক্ষতি। সংসারে অযথা খরচ বাড়তে পারে। ধর্মসভায় অংশগ্রহণ। ব্যবসার জন্য নতুন কোন পরিকল্পনা। কাজের লোকের সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ।
মীন
বাড়িতে পুজা পাঠের জন্য অতিথি আসতে পারে। বিপদ থেকে উদ্ধার। শুভ যোগাযোগ হতে পারে, কোন মহিলার জন্য মন খারাপ। ব্যবসার দিকে কর্মচারী নিয়ে চিন্তা। জ্যোতিষ শ্রী জয়দেব।