মেষ

পরিবারে কোন সমস্যা গুরুজনের দ্বারা মিটে যেতে পারে। এ সপ্তাহে শরীর নিয়ে চিন্তার কারন হতে পারে। প্রেমের কারণে কোন প্রকার কষ্ট আসতে পারে। দূরের কোন শোকের খবর আসতে পারে। ব্যবসার দিক দিয়ে সপ্তাহটি ভাল বলা চলে। কিন্তু বিনিয়োগ বেশি করা ভাল হবে না, কোন প্রতিযোগিতামূলক কাজে বাধা পরতে পারে। মাতার কারণে চিন্তা ও খরচ বৃদ্ধি। পড়াশোনাতে ফল ভাল হবে। সরিষার তেল দান করুন।



বৃষ

এ সপ্তাহ ভাল মন্দের ভিতর দিয়ে কাটবে। প্রথম দিকে খরচ বাড়বে এবং তার জন্য সংসারে অশান্তি আসতে পারে। পরিবারে সকলকে নিয়ে দূরে ভ্রমণে পরিকল্পনা ,কোন প্রিয়জনের কাছে কষ্ট পেতে পারেন। নতুন কোন আয়ের পথ সন্ধান আসতে পারে। শ্বশুড়বাড়ি থেকে কোন প্রকার পাওনা আসতে পারে, সংসারে কোন কর্মচারী নিয়ে সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবিদের চাপ বাড়বে। কোন সাধুকে কিছু ফল দান করুন।




মিথুন

কর্মস্থানে বহু পুরনো সমস্যা মিটে যাবে। সপ্তাহের প্রথমে ব্যবসার স্থানে খুব ভাল ফল পাবেন কিন্তু শেষের দিকে খরচ বৃদ্ধি হওয়ার জন্য সঞ্চয় কম হবে। সংসারের সমস্যা মেটাতে গিয়ে নাজেহাল। ব্যস্ততার জন্য ভালো কাজ হাতছাড়া হতে পারে, যানবাহনে খরচ বৃদ্ধি, পিতার সাথে মতের অমিল। ভুল কথা বলার জন্য মাসুল গুনতে হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। গীতা পাঠ করলে ভাল ফল পাবেন।




কর্কট

সপ্তাহের প্রথম দিনগুলিতে অর্থ অভাব খুব একটা দেখা যাবে না। সংসারে অনেক চাপের জন্য মানসিক অশান্তি বাড়বে, ব্যবসার সময় স্থির ভাবে ব্যবসা করুন না হলে অনেক ক্ষতি হতে পারে। স্ত্রী যদি কোন ব্যবসা করেন তার জন্যে ভাল ফল পাবেন। পুরনো কোন মামলা থাকলে তার ফল ভাল হতে পারে। সন্তানের কোন ভাল কাজের জন্য সমাজে সুনাম বাড়তে পারে। বিবাহ জীবন মধ্যম ভাবে কাটবে। শিব পুজা করুন শান্তি পাবেন।




সিংহ

সপ্তাহের প্রথম দিকে একটু সাবধানতা নিয়েই চলতে হবে কারণ অপমানের যোগ আসতে পারে। কোন অশুভ খবর হতে পারে। বন্ধুর সাথে কোন প্রকার বিবাদ হতে পারে, জ্বর জাতীয় কোন রোগ থেকে সাবধান। সমাজের কোন কাজে সাহায্য লাভ। গুরুজনের সাথে বিবাদ। বিবাহ জীবনে কোন অপরকে নিয়ে অশান্তি আসতে পারে। অতিরিক্ত খরচ বাড়বে ডাক্তারের পিছনে। বাড়িতে নারায়ণ পুজ‌োর ব্যবস্থা করুন।




কন্যা

বক্তা হিসাবে সমাজে নাম অর্জন করতে পারবেন। ব্যবসার দিকে ভাল সময়, বাড়তি বিনিয়োগ করতে পারেন। সপ্তাহের মধ্য ভাগে সন্তানের মতি গতি নিয়ে চিন্তা বাড়বে। কোন গুরুজন ব্যক্তির সাহায্যে সংসারে সমস্যার সমাধান। যাহারা গবেষণা নিয়ে কাজ করেন তাদের জন্য ভাল সময়। আত্মীয়দের ভিতর সমালোচনা হওয়াতে মনে কষ্ট। শেষের দিকে কোন ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। সবুজ রঙের সুতো হাতে বাধুন।




তুলা

প্রথম দিকে অনেক জটিলতা আসবে কর্মে তার সত্ত্বেও অগ্রসর হতে হবে। দূরের কোন বন্ধুর ফিরে আসার সংবাদ। পেটের যন্ত্রনাতে কষ্ট। সম্পত্তি নিয়ে কোন প্রকার অশান্তি ও তাহার আইনি ব্যবস্থা গ্রহণ। স্বামী স্ত্রীয়ের চেষ্টায় সংসারে উন্নতিলাভ। বাড়িতে কোন ধর্ম নিয়ে অনুষ্ঠান এবং অনেক অতিথি আগমন। উচ্চশিক্ষা নিয়ে যারা পড়াশুনা করেন তাদের শুভ ফল আসতে একটু সমায়। অর্থ ভাগ্য মধ্যম। চন্দ্রদেবের জন্য পুজা দিন।




বৃশ্চিক

অপরের সাথে আলোচনাতে কর্মস্থানে সমস্যার সমাধান। প্রথম দিকে কোন নতুন কাজে হাত দেবার আগে শতবার চিন্তা করুন। শত্রুর আক্রমনে অনেক পিছিয়ে পড়তে হবে বিকল্প উপায়ের জন্য চেষ্টা। দূরে কোন স্থানে ভ্রমণ বাতিল হতে পারে। রক্তচাপ জনিত কোন রোগের বৃদ্ধি। সংসারের শান্তির ব্যাপারে বহু চেষ্টা । শ্বশুড়বাড়ি নিয়ে কোন প্রকার অশান্তি। স্ত্রীয়ের সঙ্গে কোন বিবাদে যাবেন না। প্রবাহমান জলে সিসা দান করুন।




ধনু

অর্থ অপ‌চয় হবার জন্য সংসারে অশান্তি। ব্যবসার দিকে একটু নজর দিন চুরি হতে পারে। উচ্চ আশা অনেক বিপদ আসতে পারে। বিবাহ জীবনে সমস্যা মিটে যাবার সময়। মামার বাড়ির দিক দিয়ে কোন ভাল খবর আসতে পারে। জমিজমা নিয়ে নিজের লোকের সাথে বিবাদ। সদ্গুরুর দ্বারা মনের শান্তি লাভ। প্রেমের দিকে মনের কষ্ট বাড়তে পারে। লেখাপড়াতে অমনোযোগ বাড়বে। অলসতা দূর করুন। জলে ধান ভাসান অল্প করে।




মকর

কর্মস্থানে খুব ভালো ফল পাবেন, প্রথম দিকে বাড়িতে একটু অশান্তি বাধতে পারে তার জন্য মনের চাপ বৃদ্ধি। কোন ভাল কাজে গুরু জনের ভরসা লাভ। গুরুজনের জন্য চিন্তা ও ডাক্তারের খরচ বাড়বে। যানবাহন কেনার জন্য একটু সময় হাতে রাখুন। কোন আত্মীয়ের সাথে মন কষাকষি। বুদ্ধির জোরে শত্রুকে পরাজয়। স্ত্রীয়ের কোন ব্যবহারে মনের কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকটা ভালো, নতুন ব্যবসার যোগ। দরজায় স্বস্তিক চিহ্ন লাগান।




কুম্ভ

সাহসের জেরে কর্মস্থানে বিপদ থেকে মুক্তি। সাহিত্য নিয়ে যারা চর্চা করেন তাদের জন্য ভাল খবর। যানবাহন ক্রয়ে ভাল সময়। বন্ধুর সাহায্যে বিপদ থেকে উদ্ধার। সম্পত্তি নিয়ে কোন প্রকার বিবাদ আসতে পারে। মধ্যভাগে মাথার যন্ত্রণাতে বহু কষ্ট পেতে হবে, বিমা জাতীয় অর্থ প্রাপ্তি । স্ত্রীয়ের সঙ্গে ভাল ব্যবহারে সংসার শান্তি। ব্যবসায় কোন বিবাদ আসতে পারে। শত্রুর উপর নজর রাখুন। বগলা দেবীর পুজা দিন ।




মীন

কর্মস্থানে সুনাম অর্জন। প্রেম প্রণয়ে জটিলতা বাড়তে পারে। হস্তশিল্পে উন্নতি লাভ। ব্যবসার দিকে ভাল খবর আসতে পারে। ভেবে চিন্তে বিনিয়েগ কুরুন । পাওনা অর্থ আদায় হতে পারে। সংসারে সকলকে ঠিক রাখতে গিয়ে নাজেহাল। সন্তানের বিদেশে যাওয়ার জন্য মনে কষ্ট , পথে ঘাটে ধিরে চলাফেরা করুন। ভাল বুদ্ধির জন্য চাকুরিতে সুনাম অর্জন। নতুন কোন কাজে সাফল্য লাভ। বাচ্চাদের লজেন্স কিনে দিন।