বৈঠকখানা বাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ি, ধ্বংসস্তুপ থেকে ২ জনের দেহ উদ্ধার
ABP Ananda, Web Desk | 23 Jul 2018 07:16 AM (IST)
কলকাতা: রাতভর বৃষ্টির মধ্যেই বৈঠকখানা বাজারে একটি পুরনো বাড়ি ভেঙে ২ জনের মৃত্যু হল। ধ্বংসস্তুপে আরও কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ। রাত আড়াইটে নাগাদ শিয়ালদার কাছে বৈঠকখানা বাজারের মুড়িপট্টিতে ঘটে এই দুর্ঘটনা। দোতলা বাড়ির একাংশ আচমকা ভেঙে পড়ায় আটকে পড়েন বেশ কয়েকজন। সংজ্ঞাহীন অবস্থায় গোপাল নস্কর নামে একজনকে উদ্ধার করে এন আর এস হাসপাতালে নিয়ে যাওয়া হলে বছর বাষট্টির ওই প্রৌঢ়কে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কিছু পরে উদ্ধার হয় বছর পঁয়তাল্লিশের আর এক ব্যক্তির দেহ। হাসপাতালে ভর্তি আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পুরসভা সূত্রে খবর, বাড়িটিকে আগেই বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল। কিন্তু মালিকের সন্ধান মেলেনি। তবে এবার বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার কাজ শুরু করবে কলকাতা পুরসভা।