কলকাতা: মারা গেলেন রাজারহাটের অগ্নিদগ্ধ গৃহবধূ তানিয়া অগ্নি। গতকাল গভীর রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
তানিয়ার পরিবারের অভিযোগ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করার পরও পড়াশুনা চালিয়ে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু এতে রাজি ছিলেন না তাঁর স্বামী, আলিয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইকবাল আলি। তাই বিয়ের পর থেকেই তাঁর উপর অত্যাচার করা হত। বৃহস্পতিবার শ্বশুরবাড়ির আত্মীয়রা তানিয়ার গায়ে আগুন দেয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করে ওই গৃহবধূ আত্মঘাতী হয়েছেন পাল্টা দাবি শ্বশুরবাড়ির।
রাজারহাট কাণ্ডে মারা গেলেন অগ্নিদগ্ধ গৃহবধূ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Sep 2017 12:31 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -