কলকাতা: বিবাহিত মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ। পরে বিয়ের প্রস্তাব। রাজি না হওয়ায় ধর্ষণের ছবি সোশাল মিডিয়ার আপলোড করে দেওয়ার হুমকি। উত্তর ২৪ পরগনার নিউটাউনের জ্যাংরায় চাঞ্চল্য।
ঘটনা ২০১৩ সালের। নির্যাতিতার অভিযোগ, জোর করে তাঁদের বাড়িতে ঢুকে পড়ে প্রতিবেশী যুবক সঞ্জয় মিত্র। তাঁর স্বামীর মাথায় পিস্তল ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করা হয়।
এখানেই শেষ নয়, নির্যাতিতার আরও অভিযোগ, ২০১৩ থেকে একাধিকবার স্বামী বাড়িতে না থাকার সুযোগে তাঁর ওপরে মানসিক ও শারীরিক নির্যাতন করে সঞ্জয় মিত্র। সেই ভিডিও তুলে রাখে মোবাইলে।
এরপর ২০১৬ সালে এই গৃহবধূকে বিয়ের প্রস্তাব দেয় অভিযুক্ত। মহিলা রাজি না হওয়ায় শুরু হয় হুমকি। অভিযোগ, নির্যাতিতার স্বামী ও ছেলেকে খুন করার হুমকি দেয় সঞ্জয় মিত্র। শুধু তাই নয়, ধর্ষণের সময় তুলে রাখা ভিডিও সোশাল মিডিয়ায় আপলোড করার শাসানিও দেয় অভিযুক্ত।
ক্রমাগত চলছিল হুমকি। অবশেষে আর সহ্য করতে পারেননি নির্যাতিতা। বৃহস্পতিবার নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। রাতেই তাঁর মেডিক্যাল টেস্ট করানো হয়। এরপর শুক্রবার সকালে নির্যাতিতার বাড়িতে যায় পুলিশ। শুক্রবার সকালে বারাসত আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়।
অভিযুক্ত সঞ্জয় মিত্র এলাকারই সিন্ডিকেট ব্যবসায়ী। স্থানীয় সূত্রে খবর, সুলংগুড়ি পঞ্চায়েতের তৃণমূল প্রধান শিবু গায়েনের ঘনিষ্ঠ এই সঞ্জয়। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই পলাতক অভিযুক্ত।
বিয়ের প্রস্তাবে নারাজ গৃহবধূকে বাড়িতে ঢুকে ধর্ষণ, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের হুমকি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Feb 2017 12:08 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -