কলকাতা: বিয়ের দেড় বছরের মধ্যে বাঁশদ্রোণীর শ্বশুরবাড়িতে রহস্যময়ভাবে মারা গেলেন এক তরুণী। মৃতের নাম পায়েল চক্রবর্তী। তাঁর স্বামী মৃগাঙ্ক রায়কে আটক করেছে পুলিশ।

গত বছর জানুয়ারিতে উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বাসিন্দা পায়েলের সঙ্গে বাঁশদ্রোণীর মৃগাঙ্ক রায়ের বিয়ে হয়। পায়েলের পরিবারের দাবি, বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগে থাকত। একাধিকবার শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগও উঠেছে।

অভিযোগ, গতকাল বছর বত্রিশের পায়েল অসুস্থ বলে প্রথমে তাঁর বাড়িতে খবর দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মৃগাঙ্ক ফের ফোন করে বলেন, পায়েল মারা গিয়েছেন। পরিবারের দাবি, মৃত্যুর ঘণ্টাদুয়েক আগেও মায়ের সঙ্গে কথা বলেন পায়েল।

কীভাবে পায়েলের মৃত্যু হয়েছে, সে সদুত্তর দিতে পারেনি শ্বশুরবাড়ির লোকজন। মৃতার বাড়ির লোকের অভিযোগ, অভিযোগ, মৃগাঙ্ক, তাঁর দাদা মৃদুল ও শ্বশুরবাড়ির অন্যরা পরিকল্পিতভাবে খুন করেছেন তাঁকে। তদন্তে নেমেছে নেতাজিনগর থানার পুলিশ, মৃগাঙ্ককে আটক করেছে তারা।