কলকাতা: দিন দিন বাড়ছে এটিএম প্রতারণা। কপালে চিন্তার ভাঁজ পুলিশের। পুলিশ সূত্রে খবর, গোটা রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে এটিএম প্রতারণা চক্র।
সাম্প্রতিক কালে শহরের মধ্যে সবথেকে বেশি এটিএম প্রতারণার অভিযোগ জমা পড়েছে বিধাননগর কমিশনারেট এলাকায়।
কিন্তু, কীভাবে চলছে এই প্রতারণা চক্র?
পুলিশ সূত্রে খবর, প্রতারণার প্রথম ধাপ বেনামে সিম কার্ড সংগ্রহ। তারপর ব্যাঙ্কের গ্রাহকদের তথ্য জোগাড় এবং সব তথ্য জানার পর সরাসরি ফোন ব্যাঙ্কের গ্রাহককে।
রীতিমতো পেশাদারি কায়দায় চলে প্রতারণা চক্র। সম্প্রতি, মুদিয়ালি এলাকায় এটিএম প্রতারণার ঘটনার তদন্তে নেমে টালিগঞ্জ থানার পুলিশ জানতে পারে,
রীতিমতো অফিস খুলে বসছিল প্রতারকরা। খালি চোখে দেখে মনে হয়েছিল টেলি কলিংয়ে কাজ চলছে।
পুলিশ সূত্রে খবর, বিভিন্ন নম্বর থেকে গ্রাহকদের ফোন করে, এটিএম কার্ডের নম্বর, পিন বা ওয়ান টাইম পাসওয়ার্ড চাওয়া হয়। কোনও ভাবে সেই তথ্য জোগাড় করতে পারলেই, বন্ধ করে দেওয়া হয় মোবাইল ফোনের নম্বর। এরপর তথ্য ব্যবহার করে হাতিয়ে নেওয়া হয় অ্যাকাউন্টের টাকা।
বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, শুধু এ রাজ্যে নয়, ঝাড়খণ্ডেও ছড়িয়ে রয়েছে এটিএম প্রতারণা চক্র। আর সেই চক্রের সঙ্গে জড়িত এ রাজ্যের প্রতারকরাও। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু, তাও থামছে না এটিএম প্রতারণা। প্রায়ই সামনে আসছে কোনও না কোনও অভিযোগ। সতর্কতা অবলম্বনই প্রধান উপায় বলে মানছেন তদন্তকারীরাও।