হাওড়া স্টেশনের ফুড প্লাজায় আগুন, আতঙ্কিত যাত্রীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Dec 2016 08:58 AM (IST)
কলকাতা: হাওড়া স্টেশনের ফুড প্লাজায় আগুন। সকাল ৬টা ১০ নাগাদ হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সের ফুড প্লাজার রান্নাঘরে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় প্ল্যাটফর্ম চত্বরে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে। ঘটনাস্থলে যায় দমকলের ৫টি ইঞ্জিন। প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল, তার কারণ জানার চেষ্টা চলছে।