কলকাতা: ভারতী ঘোষকাণ্ডে নয়া মোড়। প্রাক্তন আইপিএস অফিসারের বাড়িতে বুধবার রাতভর এবং বৃহস্পতিবার সকালে ম্যারাথন তল্লাশির পর সিআইডি-র দাবি, যেসব জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে পশ্চিম মেদিনীপুরের প্রচুর সরকারি ফাইল ও সরকারি নথি রয়েছে। এর মধ্যে রয়েছে প্রচুর সংখ্যায় অস্ত্রের লাইসেন্সের আবেদন। নিয়োগের ভেরিফিকেশন সংক্রান্ত নথি ইত্যাদি।
সিআইডির দাবি, ৫৭ বোতল মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে বিদেশি মদও রয়েছে। এবিষয়ে আবগারি দফতরকে জানানো হবে।
মাদুরদহে ভারতী ঘোষের ফ্ল্যাট-সহ আরও কয়েকটি ফ্ল্যাটে সিআইডির তল্লাশি অভিযান চালায়। এই নিয়ে টানা ৩ দিন তল্লাশি চালাচ্ছে সিআইডি। আজ স্পেশ্যাল সুপারিন্টেন্ডেন্টের নেতৃত্বে ২০ জনের একটি দল তল্লাশি শুরু করে।
সিআইডি জানিয়েছে, এদিন আইনের কড়া নজরদারিতে তল্লাশি চালানো হয় এবং প্রচুর জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। তল্লাশির ভিডিওগ্রাফি করা হয়। ঘরে ঢোকার আগে প্রত্যেক সিআইডি অফিসারের তল্লাশি করা হয়।
সিআইডি জানিয়েছে, এরপরও তল্লাশি চলবে। সিআইডি-র বিভিন্ন দলকে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে। একজন প্রাক্তন আইপিএস অফিসারের বাড়িতে এত সরকারি ফাইল এল কীভাবে? ইস্তফা দেওয়ার পরও কেন তিনি এগুলি জমা দেননি? এইসব প্রশ্নের উত্তর খুঁজছে সিআইডি।
ভারতী ঘোষের ফ্ল্যাটে তল্লাশি সিআইডি-র, উদ্ধার প্রচুর সরকারি ফাইল, নথি, অস্ত্র লাইসেন্সের আবেদন
Web Desk, ABP Ananda
Updated at:
08 Feb 2018 07:30 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -