কলকাতা: মেডিক্যাল কলেজের পড়ুয়াদের অনশন অবশেষে উঠে গেল। আজ ১৪-তম দিনে কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার লিখিত আশ্বাস দেওয়ার পরেই অনশন প্রত্যাহার করে নিলেন আন্দোলনকারীরা।


আজ কলেজ কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নতুন হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য দু’টি তলা, পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য দু’টি তলা এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের পড়ুয়াদের জন্য দু’টি তলা নির্দিষ্ট করা হবে। এনিয়ে কাউন্সিল লিখিত তালিকা প্রকাশ করবে বলে জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক ভদ্র। এরপরেই অনশনরত পড়ুয়ারা জানান, কলেজ কাউন্সিল লিখিত তালিকা প্রকাশ করলে, তাঁরা সেটা মেনে নেবেন। এরপর লিখিত তালিকা প্রকাশিত হতেই উঠে যায় অনশন।

এদিকে, অনশনরতদের মধ্যে ৫ জন অসুস্থ। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। হাসপাতালে ভর্তি দেবাশিস বর্মনের অবস্থা আপাতত স্থিতিশীল।