কলকাতা: আজ ১১ দিনে পড়ল কলকাতা মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াদের অনশন। গতকাল থেকে অনশনকারীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১।
অনশনরতদের সমর্থন জানিয়ে গতকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন ও হাউস স্টাফদের একাংশও। গতকাল রাতে ক্যাম্পাসে জড়ো হয় পুলিশ। এ নিয়ে কিছুটা উত্তেজনা ছড়ালেও, কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।
হস্টেলের দাবিতে অনশনে বসেছেন এই ডাক্তারি পড়ুয়ারা। দফায় দফায় বৈঠক হলেও সমস্যার সমাধানসূত্র এখনও মেলেনি।
মেডিক্যাল কলেজের পড়ুয়াদের অনশনের আজ একাদশতম দিন, সঙ্কট মেটার লক্ষণ নেই এখনও
ABP Ananda, Web Desk
Updated at:
20 Jul 2018 08:24 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -