কলকাতা: ইউপিএসসি-তে সারা দেশে সেরা একশো জনের তালিকায় রয়েছেন বাংলার দু’জন। ১৯ নম্বরে রয়েছেন ভদ্রেশ্বরের শ্বেতা অগ্রবাল এবং ৬৭ নম্বরে রয়েছেন কলকাতার সিঁথির সন্দীপকুমার ঘোষ।
প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় বসে যখন নজির গড়লেন দিল্লির ২২ বছরের টিনা ডাবি তখন কম যান না হুগলির ভদ্রেশ্বরের শ্বেতা অগ্রবাল। শ্বেতার সঙ্গে সারা দেশে সেরা একশো জনের মধ্যে রয়েছেন কলকাতার সিঁথির বাসিন্দা সন্দীপ কুমার ঘোষও।
সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অর্থনীতিতে ফার্স্টক্লাস ফার্স্ট শ্বেতা গতবছরই আইপিএসে সুযোগ পেয়েছেন। বর্তমানে তিনি হায়দরাবাদে প্রশিক্ষণরত। আর এবার প্রথম ইউপিএসসি পরীক্ষায় বসে ১৯ নম্বর স্থান অধিকার করলেন ভদ্রেশ্বরের শ্বেতা অগ্রবাল।
কলকাতার সিঁথির বাসিন্দা সন্দীপ কুমার ঘোষ আয়কর দফতরের কর্মী। তিনবারের চেষ্টায় মিলল সাফাল্য। স্থান ৬৭। ইউপিএসসি-তে সারা দেশে সেরা একশো জনের তালিকায় নাম থাকা বাংলার এই দু’জনেরই মূল বিষয় ছিল সমাজতত্ত্ব।
আইএএস: সেরা ১০০-য় বাংলার ২ জন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2016 05:33 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -