কলকাতা: সুখের সন্ধান! সুখী জীবনের একটি পরিবেশ গড়ে তোলা ও সুখের পিছনে কী বিজ্ঞান রয়েছে, তা নিয়ে গবেষণার লক্ষ্যে একটি উদ্ভাবনমূলক কোর্স চালু করতে চলেছে দেশের প্রথমসারির শিক্ষাপ্রতিষ্ঠান খড়্গপুর আইআইটি। আইআইটি খড়্গপুরের প্রাক্তনী সতিন্দার সিংহ রেখির 'ব্রেন চাইল্ড' এই 'রেখি সেন্টার অফ এক্সেলেন্সস ফর দ্য সায়েন্স অফ হ্যাপিনেস'। আগামী অটাম সেমিস্টার থেকেই মাইক্রো-ক্রেডিট কোর্সের মাধ্যমে সেন্টারের যাত্রা শুরু হবে।
রেখি জানিয়েছেন, সুখের বিজ্ঞান, ইতিবাচক মনস্তত্ত্ব সংক্রান্ত বাস্তব ধারণা নিয়ে গবেষণা ও শিক্ষা প্রদানের উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুখী ও সফল খড়্গপুর আইআইটিয়ান-দের সুখী জীবনের একটি পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে এই সেন্টার।
এই সেন্টারকে আর্থিক সাহায্য করা ছাড়াও রেখি এর সাম্মানিক চেয়ারম্যান পদেও থাকছেন।
খড়্গপুর আইআইটি-র ডিরেক্টর পিপি চক্রবর্তী এই সেন্টার গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, পড়ুয়াদের সুখের সন্ধান দিতে এবং আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই সেন্টার সাহায্য করবে। তিনি আরও বলেছেন, শুধু প্রতিষ্ঠানের পড়ুয়ারাই নয়, এর প্রভাব পড়বে, এর বাইরেও। এখানকার পড়ুয়াদের মাধ্যমেই বাইরের জগতে সুখ ও ইতিবাচক মনোভাবের সঞ্চার ঘটবে।
বহিরাগতদের জন্য এই কেন্দ্রে থাকছে সার্টিফিকেট কোর্সের বন্দোবস্ত। সুখের বিজ্ঞান সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক কর্মশালাটি রেখি সেন্টার আগামী মাসে কলকাতায় ও খড়্গপুরে আয়োজন করতে চলেছে। এই কর্মশালায় বিশ্বের বিভিন্ন দেশের কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তি, কর্মরত পেশাদার ও প্রখ্যাত শিক্ষাবিদরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
সুখের বিজ্ঞান চর্চায় কোর্স খড়্গপুর আইআইটি-তে
ABP Ananda, web desk
Updated at:
29 Aug 2016 12:11 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -